ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সৌদিতে অস্ত্র বিক্রি আটকে দিতে চান মার্কিন সিনেটররা

প্রকাশিত: ০৩:৩৯, ২৮ মে ২০১৭

সৌদিতে অস্ত্র বিক্রি আটকে দিতে চান মার্কিন সিনেটররা

সৌদি আরবের কাছে বিপুল পরিমাণ অস্ত্র বিক্রির চুক্তি আটকে দেয়ার উদ্যোগ নিয়েছেন যুক্তরাষ্ট্রের কয়েকজন আইনপ্রণেতা। তারা চান- চুক্তির অন্তত একটা অংশ বাতিল হোক। মার্কিন রিপাবলিকান সিনেটর র‌্যান্ড পল এবং ডেমোক্র্যাট দলের সিনেটর ক্রিস মারফি ও আল ফ্রাংকেন এ লক্ষ্যে বৃহস্পতিবার সিনেটে একটি প্রস্তাব তুলেছেন। খবর ইরনার। প্রস্তাবে তারা বলেছেন, সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির বিষয়ে যে ১১ হাজার কোটি ডলারের চুক্তি হয়েছে তার মধ্যে অন্তত ৫০ কোটি ডলারের অস্ত্র বিক্রি বন্ধ করা হোক। প্রস্তাব সম্পর্কে র‌্যান্ড পল বলেন, সৌদি আরব সন্ত্রাসবাদে সমর্থন দেয় এবং এ অস্ত্র ইয়েমেন যুদ্ধে ব্যবহার করতে পারে সে জন্যই তিনি রিয়াদের কাছে অস্ত্র বিক্রির বিরোধিতা করছেন। তিনি বলেন, সন্ত্রাসবাদের প্রতি সৌদি আরবের অতীত সমর্থন, দুর্বল মানবাধিকার পরিস্থিতি এবং ইয়েমেন যুদ্ধে রিয়াদের প্রশ্নবোধক কৌশলের পরও যদি সৌদি আরবের কাছে হাজার হাজার কোটি ডলারের অস্ত্র বিক্রি করতে হয় তাহলে কংগ্রেসের উচিত আমাদের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তার স্বার্থে বিষয়টি নিয়ে আগাগোড়া পর্যালোচনা ও পূর্ণাঙ্গ বিতর্ক করা। গত ২০ মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি সফরে যান এবং রিয়াদের কাছে ১১ হাজার কোটি ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করেন। চুক্তি অনুসারে, আগামী ১০ বছরে সৌদি আরব যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৩৫ হাজার কোটি ডলারের অস্ত্র কিনতে পারবে। সে সময় ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান সৃষ্টির জন্য তিনি আন্তর্জাতিক পর্যায়ে অস্ত্র বিক্রি উৎসাহিত করবেন। ডোনাল্ড ট্রাম্পের জামাই জারেদ কুশনারের মধ্যস্থতায় সই হওয়া এ চুক্তি অনুসারে, সৌদি আরব পাবে মার্কিন ক্ষেপণাস্ত্র, বোমা, সাঁজোয়ান, ট্যাংক, যুদ্ধজাহাজ, বিপুল পরিমাণ গোলাগুলি ও বিস্ফোরক।
×