ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ম্যানচেস্টার হামলায় সন্দেহভাজন অধিকাংশ গ্রেফতার

প্রকাশিত: ০৩:৩৯, ২৮ মে ২০১৭

ম্যানচেস্টার হামলায় সন্দেহভাজন অধিকাংশ গ্রেফতার

ব্রিটেন ম্যানচেস্টারে আত্মঘাতী বোমা হামলায় জড়িত সন্দেহভাজন অধিকাংশকে গ্রেফতার করেছে। শুক্রবার পুলিশ এ কথা জানায়। এদিকে নির্বাচনী প্রচার আবারও শুরু হওয়ায় পুলিশের বাজেট কমানোয় সরকার কঠোর সমালোচনার মুখে পড়েছে। খবর এএফপির। ঘৃণ্য এ হামলার সঙ্গে জড়িত থাকায় যুক্তরাজ্যে সন্দেহভাজন নয়জনকে গ্রেফতার করা হয়েছে। ইসলামিক স্টেট গ্রুপ এ হামলার দায়িত্ব স্বীকার করেছে। লিবীয় পুলিশ ২২ বছর বয়সী বোমা হামলাকারী সালমান আবেদির বাবা ও ভাইকে আটক করেছে। ব্রিটেনের সন্ত্রাসবাদ দমন পুলিশের প্রধান মার্ক রাওলি জানান, পুলিশ এ বর্বর কর্মের নেটওয়ার্কের ‘অধিকাংশ’ সন্দেহভাজনকে আটক করেছে। এ হামলায় নিহত ২২ জনের মধ্যে ১৮ বছরের কম বয়সী সাত শিশু রয়েছে। তিনি বলেন, ‘আমরা অনেক খুশি। নিষ্ঠুর এ হামলার সঙ্গে যুক্ত হোতাদের প্রায় অধিকাংশ জনই আমাদের হাতে বন্দী রয়েছে।’ পুলিশ আরও জানায়, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত নয়জনকে ব্রিটেনে গ্রেফতার করা হয়েছে। এদের সকলের বয়স ১৮ থেকে ৪৪ বছরের মধ্যে। এ নয়জনের মধ্যে ৩০ বছর বয়সী একজনকে শুক্রবার ভোরে দক্ষিণ ম্যানচেস্টারের মোস সাইড এলাকা থেকে এবং আরেকজনকে শুক্রবার সন্ধ্যার দিকে কাছের রাশহলম থেকে গ্রেফতার করা হয়। ব্রিটেনের বিরোধীদলীয় লেবার পার্টির নেতা জেরেমি করবিন পুলিশকে প্রয়োজনীয় তহবিল দিয়ে সন্ত্রাসের ঝুঁকি কমানো সরকারের দায়িত্ব বলে উল্লেখ করেন। বিশেষ করে যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন রক্ষণশীল প্রধানমন্ত্রী টেরেসা মে। সোমবারের হামলার পর মে ও করবিন ৮ জুনের আগাম ভোটের প্রচার স্থগিত করেন। হামলাকারী সালমান আবেদির (২২) সঙ্গে জঙ্গীগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সংশ্লিষ্টতার বিষয়ে যে তদন্ত চলছে সে সম্পর্কে গ্রেটার ম্যানচেস্টার পুলিশের (জিএমপি) প্রধান শুক্রবার বলেন, হামলাকারীর সঙ্গে যুক্ত একটি বৃহত্তর নেটওয়ার্ককে বিবেচনায় নিয়ে তদন্ত কাজ চলছে। স্কাই নিউজ জানিয়েছে, যুক্তরাজ্য থেকে আইএসের কর্মী সংগ্রহের ঘটনায় পরিচিত রাফায়েল হস্টির সঙ্গে সখ্য ছিল আবেদির। দক্ষিণ ম্যানচেস্টারের মোস সাইড এলাকায় দুজন একসঙ্গে আড্ডা দিতেন ও স্থানীয় ডিডসব্যারি মসজিদে নামাজ পড়তেন। ২৪ বছর বয়সী হস্টি গত বছর সিরিয়ায় ড্রোন হামলায় নিহত হয়েছেন বলে ধারণা করা হয়। জার্মান কর্তৃপক্ষ বলেছে, ‘ম্যানচেস্টার অ্যারেনায়’ হামলার চারদিন আগে আবেদি জার্মানির ডোসেলডফ এলাকায় গিয়েছিলেন। এলাকাটি আইএস-সংশ্লিষ্ট লোকদের উপস্থিতির কারণে ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করা হয়। গত বছর বার্লিনে ক্রিসমাস মার্কেটে হামলা চালানো ২৪ বছর বয়সী আনিস আমরিকে ওই এলাকায় দেখা যেত। এছাড়া প্যারিস ও বেলজিয়ামে হামলার সঙ্গে যুক্ত মোহাম্মদ আবরিনি (২৪) ২০১৫ সালে ম্যানচেস্টার গিয়েছিলেন। ম্যানচেস্টারে জন্ম নেয়া আবেদির মতো আবরিনিও লিবীয় বংশোদ্ভূত। সোমবার রাতে ম্যানচেস্টার এ্যারেনায় মার্কিন পপ তারকা আরিয়ানা গ্রান্ডির কনসার্ট শেষ হওয়ার পরপরই যে আত্মঘাতী বোমা হামলা চালানো হয় তাতে ২২ জন নিহত হয়েছে।
×