ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঝালকাঠিতে জৈব সার উপকারভোগীদের নিয়ে মাঠ দিবস

প্রকাশিত: ২৩:৫৯, ২৭ মে ২০১৭

ঝালকাঠিতে জৈব সার উপকারভোগীদের নিয়ে মাঠ দিবস

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি ॥ ঝালকাঠির নলছিটি উপজেলার গৌরিপাশা গ্রামে জৈব সার (ভার্মি কম্পোষ্ট) উৎপাদন ও বিষমুক্ত সবজী চাষের কর্মসূচি বাস্তবায়নকারী উপকারভোগী কৃষক-কৃষানীদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টায় মাঠ দিবস অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু এমপি এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সরদার মো: শাহ আলম, নলছিটি উপজেলা চেয়ারম্যান এ্যাড. ইউনুস লস্কর ও নলছিটি পৌর চেয়ারম্যান তসলিম উদ্দিন চৌধুরী। মাঠ দিবসে সভাপতিত্ব করেন নলছিটি মডেল সোসাইটি নির্বাহী পরিচালক মো: খলিলুর রহমান মৃধা। গৌরিপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্তরে নলছিটি মডেল সোসাইটির আয়োজনে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এতে সহযোগিতা করেছে। প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী বলেছেন জৈব সার মাটির স্বাস্থ্য রক্ষার জন্য অত্যান্ত জরুরী এবং এই সার ব্যবহারের ফলে মাটির উর্বরা শক্তি বৃদ্ধি পায়। স্থানীয়পর্যায় এই সার উৎপাদন প্রক্রিয়া চালু করা হলে আমাদের দেশের সারের আমদানি কমবে। ঝালকাঠি জেলায় কৃষি বিভাগের মাধ্যমে যে সকল কৃষক পরিবারে গবাধি পশু রয়েছে। তাদেরকে ভার্মি কম্পোষ্ট সারের প্রদর্শনী দেওয়া হয়েছে এবং বর্তমানে এনজিওরা এই সহযোগিতায় নেমেছে।
×