ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে চলাচল করা যানবাহনের মাত্র ৮ ভাগ গণপরিবহন

প্রকাশিত: ০৯:০২, ২৭ মে ২০১৭

চট্টগ্রামে চলাচল করা যানবাহনের মাত্র  ৮ ভাগ গণপরিবহন

স্টাফ রিপোর্টার ॥ চট্টগ্রাম মহানগরে চলাচল করা যানবাহনের মাত্র ৮ ভাগ গণপরিবহন। বাকি সবগুলোই ছোট যানবাহন। এসব বাহনকে নগরীর যানজটের প্রধান কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তাই নগরীর যানজট নিরসন ও পরিবহন সংকট কমাতে বড় বাসভিত্তিক গণপরিবহন ব্যবস্থা তৈরির উপর দিচ্ছেন তারা। পাশাপাশি বাস র‌্যাপিড ট্রানজিট বা বিআরটি চালু পরামর্শ তাদের। বন্দর আর শিল্প নগরী হিসেবে চট্টগ্রামে দিনে দিনে যেমন বাড়ছে মানুষের চাপ। তেমনি বাড়ছে যানজট। নগরীর প্রধান সড়কগুলোতে এখন দিনের অধিকাংশ সময় যানজটে নাকাল হয় মানুষ। বিশ্বব্যাংকের সাম্প্রতিক এক জরিপ বলছে, এই যানজটের মূল কারণ গণপরিবহনের স্বল্পতা। কেননা, রাস্তায় এখন যেসব যানবাহন চলাচল করে তার মাত্র ৮ ভাগ গণপরিবহন। ফলে ছোট বাহনের সংখ্যা বেশি হওয়ায় দুর্ভোগ বেড়েছে মানুষের। নগরীর এই যানজট সমস্যা সমাধানে সরকার বাস্তবায়ন করছে ফ্লাইওভার, টানেল, রিংরোডসহ অনেক প্রকল্প। কিন্তু এসব উন্নয়নের চেয়ে আগে অভ্যন্তরীণ সড়ক সম্প্রসারণ প্রয়োজন।
×