ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

১১ বছর পর ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসিইউ

প্রকাশিত: ০৯:০১, ২৭ মে ২০১৭

১১ বছর পর ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে  আইসিইউ

স্টাফ রিপোর্টার ॥ উদ্বোধনের দীর্ঘ ১১ বছর পর, অবশেষে আপন ঠিকানা খুঁজে পেয়েছে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউ। সঙ্কটাপন্ন রোগীদের জন্য আন্তর্জাতিকমানের এই নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রটি চালুর ফলে ভাল সুফল পাচ্ছেন রোগীরা। তবে রোগীর চাহিদার তুলনায় এখনও শয্যাসংখ্যা পর্যাপ্ত নয় বলে জানান চিকিৎসকরা। ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগ এবং ইনটেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউর রোগীর অতিরিক্ত চাপের কারণে ২০০৫ সালে হাসপাতাল চত্বরে ৪০ শয্যার আইসিইউ এবং ক্যাজুয়ালটি ইউনিটের জন্য পৃথক ভবন নির্মাণের উদ্যোগ নেয়া হয়। ২০০৬ সালের ৮ অক্টোবর এই ভবনের উদ্বোধন করা হয়। কিন্তু পর্যাপ্ত লোকবল ও যন্ত্রপাতি না থাকায় অকেজো অবস্থায় পড়েছিল প্রায় ১১ বছর। অবশেষে ক্যাজুয়ালটি ইউনিট চালু করা সম্ভব না হলেও এপ্রিল মাসে চালু করা হয় ১০ শয্যার আন্তর্জাতিকমানের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র বা আইসিইউ। সঙ্কটাপন্ন মুমূর্ষু রোগীরা ইতোমধ্যে এই কেন্দ্র থেকে সুফল পেতে শুরু করেছেন। বেসরকারী হাসপাতাল থেকে সরকারী হাসপাতালের আইসিইউর চিকিৎসা সেবার খরচ কম হওয়ায় রোগীদের চাহিদা সব সময় বলে জানান ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউর রেজিস্ট্রার ডাঃ সোহেল আহমদ। তিনি বলেন, প্রতিদিন আমাদের এখানে অনেক রোগী আসে। কিন্তু আসন কম থাকায় সকলের চাহিদা মেটাতে সক্ষম হই না। রোগীর চাহিদার কথা বিবেচনা করে শীঘ্রই এই ইউনিটকে ৪০ শয্যায় উন্নীত করার পরিকল্পনার কথা জানালেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক।
×