ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মশা নিধনে ক্রাশ প্রোগ্রাম

প্রকাশিত: ০৯:০১, ২৭ মে ২০১৭

মশা নিধনে ক্রাশ প্রোগ্রাম

স্টাফ রিপোর্টার ॥ মশা নিধন করতে সাত দিনের ক্রাশ প্রোগ্রাম হাতে নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। রবিবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় চত্বরে এ কর্মসূচীর উদ্বোধন করেন মেয়র সাঈদ খোকন। এডিস মশা বাহিত চিকুনগুনিয়া ভাইরাসের প্রকোপ বেড়ে গেলেও এতে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন মেয়র। এ উপলক্ষে আয়োজিত সেমিনারে বিশেষজ্ঞরা রোগটি সম্পর্কে বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরেন। শহর এলাকায় আক্রান্ত রোগী বেশি পাওয়া যাচ্ছে উল্লেখ করে তারা মশার কামড় থেকে রক্ষা পাবার ব্যবস্থা নেয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন। রোগটি নির্ণয় ও অপচিকিৎসা রোধে দায়িত্বশীল ভূমিকা পালনে চিকিৎসকদের পরামর্শ দেন গবেষকরা।
×