ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চীন-পাকিস্তান করিডর নিয়ে জাতিসংঘের রিপোর্টেই শঙ্কা

প্রকাশিত: ০৭:৩৬, ২৭ মে ২০১৭

চীন-পাকিস্তান করিডর নিয়ে জাতিসংঘের রিপোর্টেই শঙ্কা

বহুল আলোচিত চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর নিয়ে মাসখানেকের মধ্যেই মত বদলে গেল জাতিসংঘের! এক সময়ে ওই করিডর নিয়ে ভারতের আপত্তি উড়িয়ে দিয়েছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এবার সেই জাতিসংঘের রিপোর্টেই ওই করিডর নিয়ে গভীর আশঙ্কা প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে, ওই করিডরের জন্যই ভারত-পাকিস্তান সম্পর্কের আরও অবনতি ঘটতে পারে। উদ্বেগ প্রকাশ করা হয়েছে করিডরের সাফল্য নিয়েও। চীনের পশ্চিম প্রান্তের জিনজিয়াং প্রদেশ থেকে শুরু হয়েছে এই চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর। শেষ হয়েছে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম প্রান্তের গোয়াদর বন্দর শহরে। সড়ক এবং রেলপথে চীন থেকে পাকিস্তানে বা পাকিস্তান থেকে চীনে ঢোকার এই করিডর গিলগিট-বাল্টিস্তানের মধ্য দিয়ে যাচ্ছে। দিল্লীর আপত্তির মূল কারণ ছিল এখানেই। পাক অধিকৃত কাশ্মীরের এই গিলগিট-বাল্টিস্তানকে ভারত নিজের অবিচ্ছেদ্য অংশ বলেই মনে করে। দিল্লীর যুক্তি, গিলগিট-বাল্টিস্তানের মধ্য দিয়ে করিডর বানানোর অর্থ ভারতের সার্বভৌমত্বকে অস্বীকার করা। এ যুক্তি অবশ্য প্রথমে মানতে চায়নি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। কিন্তু সদ্য প্রকাশিত রিপোর্টে জাতিসংঘ কার্যত দিল্লীর ওই আপত্তিতেই সিলমোহর লাগালো বলে মনে করছে কূটনৈতিক মহল। Ñওয়েবসাইট
×