ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ওয়ালটন ফেডারেশন কাপের চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ

আজ কে যাবে শেষ চারে, রহমতগঞ্জ না মুক্তিযোদ্ধা?

প্রকাশিত: ০৭:১৬, ২৭ মে ২০১৭

আজ কে যাবে শেষ চারে, রহমতগঞ্জ না মুক্তিযোদ্ধা?

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রমশ শেষের পথে গড়াচ্ছে ‘ওয়ালটন ফেডারেশন কাপ’ ফুটবল আসর। আর বাকি আছে মাত্র চারটি ম্যাচ। আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনালের চতুর্থ ও শেষ ম্যাচ। সন্ধ্যা ৬টায় যাতে মুখোমুখি হবে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি বনাম বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র। ‘আইলো’ এবং ‘ডাইলপট্টি’ খ্যাত পুরনো ঢাকার ক্লাব রহমতগঞ্জ হচ্ছে ‘ডি’ গ্রুপের চ্যাম্পিয়ন। পক্ষান্তরে ‘অল রেড’ খ্যাত মুক্তিযোদ্ধা হচ্ছে ‘এ’ গ্রুপের রানার্সআপ। নিজেদের গ্রুপ ম্যাচে কামাল বাবুর রহমতগঞ্জ ৩-০ গোলে হারায় টিম বিজেএমসিকে। এছাড়া গোলশূন্য ড্র করে ব্রাদার্সের সঙ্গে। পক্ষান্তরে মুক্তিযোদ্ধা নিজেদের প্রথম গ্রুপ ম্যাচে ১-০ গোলে হারায় নবাগত সাইফ স্পোর্টিং ক্লাবকে। পরের ম্যাচে অবশ্য ঢাকা আবাহনী লিমিটেডের কাছে হেরে যায় ০-১ গোলে। সর্বশেষ প্রিমিয়ার লীগ ফুটবলের প্রথম সাক্ষাতে রহমতগঞ্জ ২-১ গোলে হারিয়েছিল মুক্তিযোদ্ধাকে। পরের মোকাবেলাতেই অবশ্য রহমতগঞ্জকে ২-০ গোলে হারিয়ে প্রতিশোধটা কড়ায়-গ-ায় নিয়েছিল মুক্তিবাহিনী। গত ফেডারেশন কাপে অবশ্য দু’দলের সাক্ষাত ঘটেনি। ফেডারেশন কাপে সার্বিক সাফল্যের নিরিখে অবশ্য রহমতগঞ্জের চেয়ে যোজন ব্যবধানে এগিয়ে আছে মুক্তিযোদ্ধা। এ পর্যন্ত তিনবার চ্যাম্পিয়ন হয়েছে তারা (১৯৯৪, ২০০১ এবং ২০০৩)। রানার্সআপ হয়েছে পাঁচবার (১৯৯৯, ২০০২, ২০০৪, ২০১৩ এবং ২০১৫)। সে তুলনায় রহমতগঞ্জ চ্যাম্পিয়ন হওয়া তো দূরে থাক, কখনও ফাইনালেই উঠতে পারেনি। এমনকি সেমিফাইনালেও যেতে পারেনি। এবার যদি তারা কোয়ার্টারের ম্যাচে মুক্তিকে পরাভূত করতে পারে তাহলে সেই মাইলফলকে উপনীত হতে পারবে। আজকের ম্যাচে শক্তির নিরিখে মুক্তিযোদ্ধাই ফেভারিট বলে মনে করছেন ফুটবলমোদীরা। তবে রহমতগঞ্জের মূল শক্তি তাদের কোচ কামাল বাবু। একটা দুর্বল দলকে কিভাবে সাফল্য পাইয়ে দেয়া যায় সেটা কামাল বাবু অনেকবারই প্রমাণ করেছেন। ২০১১ সালে তার কোচিংয়েই স্বাধীনতা কাপ ফুটবলের শিরোপা জিতেছিল ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। গত প্রিমিয়ার লীগের প্রথম লেগের পয়েন্ট টেবিলের শীর্ষে নিয়ে গিয়েছিলেন রহমতগঞ্জকে। সেই কামাল বাবুর কোচিং টেকনিক-ট্যাকটিক্স আজ মুক্তিযোদ্ধার বিরুদ্ধে কতটা কার্যকর হয় সেটিই এখন দেখার বিষয়।
×