ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শুক্রবার হয়ে গেল ফ্রেঞ্চ ওপেনের ড্র

সেমিতেই মুখোমুখি নাদাল-জোকোভিচ

প্রকাশিত: ০৭:১৬, ২৭ মে ২০১৭

সেমিতেই মুখোমুখি নাদাল-জোকোভিচ

স্পোর্টস রিপোর্টার ॥ একদিন পরই শুরু হচ্ছে মৌসুমের দ্বিতীয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট ফ্রেঞ্চ ওপেন। তার আগে শুক্রবার হয়ে গেল টুর্নামেন্টের ড্র। আর ড্র অনুযায়ী ফরাসী ওপেনের সেমিফাইনালেই মুখোমুখি হতে যাচ্ছেন টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ এবং হট ফেবারিট রাফায়েল নাদাল। সবকিছু সঠিকভাবে এগুলে অন্য সেমিফাইনালে বর্তমান বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ তারকা এ্যান্ডি মারে প্রতিপক্ষ হিসেবে পেতে পারেন সুইজারল্যান্ডের স্টানিসøাস ওয়ারিঙ্কাকে। ক্লে কোর্টের রাজা হিসেবে বিবেচিত রাফায়েল নাদাল। সুদীর্ঘ ক্যারিয়ারে ১৪টি গ্র্যান্ডসøাম জয়ের স্বাদ পেয়েছেন তিনি। যার ৯টিই জিতেছেন মৌসুমের দ্বিতীয় মেজর টুর্নামেন্ট ফ্রেঞ্চ ওপেনে। ২০০৫ সালে চ্যাম্পিয়ন হয়ে ফ্রেঞ্চ ওপেনের মিশন শুরু করেছিলেন নাদাল। এরপর ২০১৪ সাল পর্যন্ত নয়বার এই টুর্নামেন্টের শিরোপা নিজের শোকেসে তোলেন তিনি। মাঝে একবার এই টুর্নামেন্টের ট্রফি উঁচিয়ে ধরেন রজার ফেদেরার। কিন্তু গত দুই মৌসুমে ফ্রেঞ্চ ওপেনের চ্যাম্পিয়ন হয়েছেন সুইজারল্যান্ডের স্টানিসøাস ওয়ারিঙ্কা এবং সার্বিয়ার নোভাক জোকোভিচ। তবে এবার ফরাসী ওপেনের শিরোপা পুনরুদ্ধারে মরিয়া নাদাল। সেইসঙ্গে রেকর্ড দশম শিরোপা জয়ের মাইলফলকের হাতছানি দেয়া স্পেনের এই টেনিস তারকা চলতি মৌসুমের শুরু থেকেই ছুটছেন দুর্দান্ত গতিতে। চোট কাটিয়ে ফিরেই মৌসুমের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে জায়গা করে নেন তিনি। যদিওবা চিরপ্রতিদ্বন্দ্বী রজার ফেদেরারের কাছে হেরে স্বপ্ন ভঙ্গ হয় তার। তারপরও দমে যাননি এই স্প্যানিয়ার্ড। ক্লে কোর্টে মন্টে কার্লো এবং বার্সিলোনা ওপেনে রেকর্ড দশম শিরোপা জয়ের রেকর্ড গড়েন তিনি। ফ্রেঞ্চ ওপেনেও এবার সেই মাইলফলকের হাতছানি তার। ফরাসী ওপেন থেকে ইতোমধ্যেই নাম প্রত্যাহার করে নিয়েছেন রজার ফেদেরার। এর ফলে নোভাক জোকোভিচই নাদালের বড় প্রতিপক্ষ। টুর্নামেন্টের সেমিফাইনালেই দেখা হচ্ছে যাদের। তবে সার্বিয়ান তারকা জোকোভিচ অবশ্য নাদালকেই ফেবারিট হিসেবে মন্তব্য করেছেন। এ বিষয়ে শুক্রবার সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন জোকোভিচ বলেন, ‘এখানে রাফাই (রাফায়েল নাদাল) এক নাম্বার ফেবারিট।’ এছাড়া বর্তমান টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ তারকা এ্যান্ডি মারে শেষ চারে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছেন স্টানিসøাস ওয়ারিঙ্কাকে। তবে চলতি মৌসুমটা একেবারেই বাজে কাটছে ব্রিটিশ তারকা মারের। এখন পর্যন্ত কোন শিরোপাই জিততে পারেননি তিনি। অন্যদিকে ২০১৫ সালে ফ্রেঞ্চ ওপেনের চ্যাম্পিয়ন হয়েছিলেন ওয়ারিঙ্কা। তাই এই দুই তারকার লড়াই দেখার জন্যও নিঃসন্দেহে তাকিয়ে থাকবেন গোটা দুনিয়ার টেনিসপ্রেমীরা। তবে মারের জন্য দুঃসংবাদ হলো ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় রাউন্ডে ভয়ঙ্কর জুয়ান মার্টিন দেল পোত্রোকেও প্রতিপক্ষ হিসেবে পেয়ে যেতে পারেন তিনি। এদিকে মহিলা এককে টুর্নামেন্টের শীর্ষ বাছাই এ্যাঞ্জেলিক কারবার সেমিফাইনালে মুখোমুখি হতে পারেন বর্তমান চ্যাম্পিয়ন গারবিন মুগুরুজার। তবে জার্মান তারকা কারবার তার মিশন শুরু করবেন রাশিয়ার অভিজ্ঞ খেলোয়াড় একাটেরিনা মাকারোভার ম্যাচ দিয়ে। আর অন্য সেমিফাইনালে ফেবারিট চেকপ্রজাতন্ত্রের ক্যারোলিনা পিসকোভা মুখোমুখি হতে পারেন রোমানিয়ার সিমোনা হ্যালেপের।
×