ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

স্প্যানিশ কোপা ডেল রে, আজ রাতে ফাইনালে বার্সিলোনার প্রতিপক্ষ আলাভেস, ন্যুক্যাম্পে শেষ হচ্ছে এনরিকের কোচিং অধ্যায়

মেসি-নেইমারদের হ্যাটট্রিক শিরোপার হাতছানি

প্রকাশিত: ০৭:১৫, ২৭ মে ২০১৭

মেসি-নেইমারদের হ্যাটট্রিক শিরোপার হাতছানি

স্পোর্টস রিপোর্টার ॥ মৌসুমটা মোটেও ভাল কাটেনি লিওনেল মেসি, নেইমার, লুইস সুয়ারেজদের। শেষ হতে যাওয়া ২০১৬-১৭ মৌসুমে এই ত্রয়ীর দল বার্সিলোনা যে সুপারফ্লপ। শোকেসে নেই ট্রফি। তবে শেষটা ‘মন্দের ভাল’ করার সুযোগ মিলছে। আজ রাতে স্প্যানিশ কোপা ডেল রে ফুটবলের ফাইনালে আলাভেসকে হারালেই চ্যাম্পিয়ন হবে বার্সিলোনা। এ লক্ষ্যেই ভিসেন্টে ক্যালডেরনে মাঠে নামছেন মেসি-নেইমাররা। নিষেধাজ্ঞার কারণে ম্যাচটি খেলতে পারবেন না সুয়ারেজ। এই ম্যাচের মধ্য দিয়েই বার্সিলোনায় তিন বছরের কোচিং ক্যারিয়ার শেষ হচ্ছে লুইস এনরিকের। চাপের মধ্যে থাকা এই কোচ শেষটা শিরোপা দিয়েই করতে চান। এবারের আসরে ইতিহাস গড়ে ফাইনালে উঠে এসেছে আলাভেস। সেমিফাইনালের দ্বিতীয় লেগে তারা সেল্টা ভিগোকে ১-০ গোলে হারায়। প্রথম লেগের ম্যাচ গোলশূন্য ড্র হয়েছিল। আলাভেসের এই সাফল্য রূপকথার মতোই। গত মৌসুমেও দলটি স্পেনের দ্বিতীয় বিভাগে ছিল। সেখানে থেকে উঠে এসেছে লা লিগায়। স্পেনের সেরা লীগে এসেও দারুণ ধারাবাহিকতা দেখিয়েছে দলটি। লা লিগার প্রথম লেগের ম্যাচে তো এই বার্সিলোনাকেই হারিয়েছে তারা। সেই তাদের বিরুদ্ধেই এবার কোপা ডেল রে’র ফাইনাল। ২০০১ সালে উয়েফা কাপের ফাইনালে খেলার পর এই প্রথম কোন ফাইনালে খেলছে আলাভেস। লিভারপুলের কাছে সেবারের ফাইনালে ৫-৪ গোলে পরাজিত হয়েছিল আলাভেস। ক্লাবের ৯৬ বছরের ইতিহাসে এই প্রথম কোপা ডেল রে’র ফাইনালের টিকেট পেয়েছে দলটি। এর আগে সেমিতে উঠেই শেষ হয়েছিল দলটির মিশন। ফাইনালটি হয়ত বেশ জমজমাট হবে। বার্সা টানা চারবার, সবমিলিয়ে আসরে ৪০ বার ফাইনালে উঠেছে। তাদের সামনে হ্যাটট্রিক শিরোপার হাতছানি। অন্যদিকে আলাভেসের সামনে ক্লাবের ইতিহাসে প্রথম কোপা ডেল রে ট্রফি জয়ের সুযোগ। লা লিগায় গত মৌসুমে দ্বিতীয় বিভাগে থাকা আলাভেসের সেরা সাফল্য ২০০০-০১ মৌসুমে ইউরোপা লীগের ফাইনালে ওঠা। ১৯৯৮-৯৯ মৌসুমে ৪২ বছর পর লা লিগায় ফিরেছিল আলাভেস। ওই মৌসুমে তেমন কিছু করতে পারেনি দলটি, শুধু রিয়াল মাদ্রিদের সঙ্গে নিজেদের মাঠে ড্র করেছিল। বার্সিলোনার কাছে হেরেছিল দুই ম্যাচেই। কিন্তু পরের মৌসুমেই বার্সা খেয়ে যায় তাদের ইতিহাসের অন্যতম বড় ধাক্কা। আলাভেসের কাছে দুই ম্যাচেই হেরেছিল কাতালানরা। হারানো ওই ৬ পয়েন্টেই সেবার লা লিগার শিরোপা বঞ্চিত হয়েছিল বার্সা। সেই দলটির সামনে আবারও স্প্যানিশ পরাশক্তিরা। অতীত ইতিহাসের কারণেই ফাইনালে পূর্ণশক্তির দল নিয়ে খেলতে চায় বার্সা। কিন্তু সুয়ারেজ সেমিতে লালকার্ড দেখায় পারবেন না ফাইনালে খেলতে। এ কারণে বার্সা তার নিষেধাজ্ঞা উঠাতে আবেদন করেছিল। আবেদন নাকচ হওয়ায় খেলতে পারবেন না তিনি। শিরোপা ছাড়া কিছুই ভাবছে না বার্সা। দলটির কোচ লুইস এনরিকে মনে প্রাণে চাচ্ছেন। এই ম্যাচ দিয়েই আপাতত বিদায় বলে দিচ্ছেন এনরিকে। মৌসুম শেষ হওয়ার বেশ আগেই জানিয়ে দিয়েছেন মেসি-নেইমারদের সামলানো থেকে কিছুদিন বিরতি নিতে চান। বার্সিলোনার কোচ হিসেবে তিন মৌসুম কাটিয়েই হাঁপিয়ে উঠেছেন তিনি। এমনিতেই বার্সার সঙ্গে এনরিকের বর্তমান চুক্তিটা শেষ হচ্ছে চলতি মৌসুমে। প্রথম মৌসুমেই ‘ট্রেবল’ জিতিয়েছেন এনরিকে, পরের মৌসুমে ঘরোয়া ‘ডাবল’। এবারও তার দল কোপা ডেল রে’র ফাইনালে উঠে এসেছে। চ্যাম্পিয়ন্স লীগ জেতার সম্ভাবনা শেষ হয়ে যাওয়ার আগেই বিদায়ঘণ্টা বাজিয়ে দিয়েছেন এনরিকে। আজ তাই চোখ দু’টো ভেজাই থাকবে তার। সেটা হতে পারে আনন্দের, সুখের বা বেদনার।
×