ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গত আসরের ফলের পুনরাবৃত্তি ঘটাল আবাহনী, আবাহনী ২-১ ব্রাদার্স

সেমিফাইনালে আবাহনী ব্রাদার্সের বিদায়

প্রকাশিত: ০৭:১৫, ২৭ মে ২০১৭

সেমিফাইনালে আবাহনী ব্রাদার্সের বিদায়

স্পোর্টস রিপোর্টার ॥ ‘কাকতালীয়’ ব্যাপার বলে একটা ব্যাপার আছে। গত ফেডারেশন কাপ ফুটবলের তৃতীয় কোয়ার্টার ফাইনালের দুই দল এবং স্কোরলাইন যা ছিল, এবারও তাই হয়েছে। এমনই মজার ঘটনা ঘটেছে শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। মৌসুমসূচক ফুটবল আসর ‘ওয়ালটন ফেডারেশন কাপে’ তৃতীয় দল হিসেবে শেষ চারÑ অর্থাৎ সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছে ঢাকা আবাহনী লিমিটেড (অপর দুই দল শেখ জামাল ধানম-ি এবং চট্টগ্রাম আবাহনী)। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে তারা ২-১ গোলে হারায় ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডকে। খেলার প্রথমার্ধে বিজয়ী দল এগিয়ে ছিল ১-০ গোলে। ম্যাচে আবাহনীকে জিততে হয়েছে বিস্তর ঘাম ঝরিয়ে। ম্যাচে আক্রমণ শাণানো এবং বল নিয়ন্ত্রণের ক্ষেত্রেও এগিয়ে ছিল তারা (৬০%)। তবে গোপীবাগের দল ব্রাদার্সও যে কবার সুযোগ পেয়েছে প্রতিবারই তারা কাঁপিয়ে দিয়েছে ‘দ্য স্কাই ব্লু ব্রিগেড’দের রক্ষণভাগ। তবে গোল পরিশোধ করার বেলায় পুরোপুরি সফল হতে পারেনি তারা। ম্যাচে যদি তারা জিততো, তাহলে তারা গত আসরের হারের বদলাটা নিতে পারতো কড়ায়-গ-ায়। কিন্তু সেই স্বপ্ন তাদের স্বপ্নই থেকে গেছে। এক গোল শোধ করতে গিয়ে বরং আরেকটি গোল হজম করে শেষ চারে যাবার স্বপ্নসাধ ধূলিসাৎ হয়ে যায় তাদের। আর এ জয়ে ফাইনালের দোরগোড়ায় পৌঁছে গেল ঢাকা আবাহনী। গত আসরের চ্যাম্পিয়ন হওয়ার তকমা গায়ে সেঁটে খেলাটা চাপেরই বটে। সেই চাপ সামলে শুক্রবারের লড়াইয়ে জয়ী তারাই। আগামী ৩ জুন অনুষ্ঠিতব্য দ্বিতীয় সেমিতে শেখ জামালের মুখোমুখি হবে আবাহনী (সন্ধ্যা সোয়া ৭টায়)। ৪৩ মিনিটে বাঁপ্রান্ত থেকে সোহেল রানার পাসে বক্সে বল পেয়ে গোলরক্ষককে বোকা বানিয়ে বল জালে পাঠান আবাহনীর ফরোয়ার্ড নাবিব নেওয়াজ জীবন (১-০)। ৮০ মিনিটে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে ব্রাদার্স। বাঁপ্রান্ত থেকে কোনাকোনি শট নেন রুবেল মিয়া। পা দিয়ে বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই পাঠিয়ে দেন ব্রাদার্সের ডিফেন্ডার আকরামুজ্জামান লিটন (২-০)। ৮৯ মিনিটে আবাহনীর বক্সের কাছে ফ্রি কিক পায় ব্রাদার্স। তা থেকে গোল করেন সিও জুনাপিও (১-২)। চলতি আসরে আবাহনী ছিল ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন। ‘দ্য অরেঞ্জ ব্রিগেড’ খ্যাত ব্রাদার্স ছিল ‘ডি’ গ্রুপের রানার্সআপ। এ আসরের দ্বিতীয় সর্বাধিক ১০ বারের শিরোপাধারী আবাহনী (সর্বশেষ চ্যাম্পিয়নও তারা) গ্রুপে ১-১ গোলে ড্র করে নবাগত সাইফ স্পোর্টিং ক্লাবের সঙ্গে। এছাড়া ১-০ গোলে হারায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রকে। পক্ষান্তরে তিনবারের চ্যাম্পিয়ন ব্রাদার্স ১-১ গোলে ড্র করে টিম বিজেএমসির সঙ্গে। এছাড়া ড্র করে রহমতগঞ্জের সঙ্গেও (০-০)। গত (২০১৬) ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালেও মুখোমুখি হয়েছিল আবাহনী-ব্রাদার্স। সেবার আবাহনী ব্রাদার্সকে হারিয়েছিল ২-১ গোলে। শুক্রবারের ম্যাচের ছিল একই ফল। ওই ম্যাচটিও ছিল এবারের মতো তৃতীয় কোয়ার্টার ফাইনালের ম্যাচ। দু’দল সর্বশেষ মুখোমুখি হয় প্রিমিয়ার লীগে। দু’বারের সাক্ষাতেই ম্যাচ ড্র হয় ১-১ এবং ০-০ গোলে। ম্যাচের আগেরদিন আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রুপু বলেছিলেন, এটা নকআউট পর্বের ম্যাচ। কাজেই ভুল করার কোন অবকাশ নেই। দু’দলের জন্যই এটা হবে বাঁচা-মরার ম্যাচ। ব্রাদার্স খুবই ভাল দল। তবে প্রমাণ করতে হবে ওদের চেয়ে আমরাই সেরা। দ্রাগো মামিচের শিষ্যরা সেটাই প্রমাণ করেছে।
×