ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আবাহনী-মোহামেডান দ্বৈরথ আবার আজ

প্রকাশিত: ০৭:১৪, ২৭ মে ২০১৭

আবাহনী-মোহামেডান  দ্বৈরথ আবার আজ

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে আরেকটি উত্তেজনার ম্যাচ আজ। লীগ পর্বের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ২৭ রানে হারিয়ে দিয়েছিল আবাহনী লিমিটেড। গত আসরের চ্যাম্পিয়নরা দারুণ সময় কাটাচ্ছে, সুপার লীগেও প্রথম ম্যাচ জিতে এখন শীর্ষে তারা। আজ আরেকবার মোহামেডানের বিরুদ্ধে নামছে তারা। আগের লড়াইটি হয়েছিল বিকেএসপির ৪ নম্বর মাঠে, এবার ৩ নম্বর মাঠে লড়বে তারা। প্রতিশোধ নেয়ার পালা মোহামেডানের। লীগপর্বের খেলায় শীর্ষে থেকে সুপার লীগে উঠেছিল গাজী গ্রুপ ক্রিকেটার্স। কিন্তু সময় ভাল যাচ্ছে না দলটির। লীগপর্বে টানা দুই ম্যাচ হারের পর সুপার লীগের প্রথম ম্যাচেই হার দেখেছে তারা। আজ শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিরুদ্ধে জয়ে ফেরার লড়াই তাদের ফতুল্লায়। অপর ম্যাচে বিকেএসপির চার নম্বর মাঠে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর লড়াই প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের। এবার সবচেয়ে আকর্ষণীয় ও হাইস্কোরিং ম্যাচটি হয়েছিল লীগপর্বে আবাহনী-মোহামেডান লড়াইয়ে। ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী এ দুটি দলের লড়াই যেমন স্নায়ুচাপের মধ্যে জমজমাট হয়ে থাকে সেটাই দেখা গিয়েছিল। এবারের লীগে সর্বোচ্চ দলীয় সংগ্রহ ৩৬৬ রান করেছিল আবাহনী। আর মোহামেডানও ভড়কে যায়নি এই রানের পাহাড় দেখে। রকিবুল হাসানের ইতিহাস গড়া ১৯০ রানের সুবাদে লড়াই করেছিল শেষ পর্যন্ত। কিন্তু ২৭ রানে হারতে হয়েছে। সেটা প্রতিশোধ নেয়ার সুযোগ আজ মোহামেডানের। তবে তাদের ধারাবাহিকতার অভাব লীগপর্বেই ছিল, কিন্তু সুপার লীগে অবশ্য প্রথম ম্যাচেই জিতে উজ্জীবিত এখন তারা। কারণ সেরা দল গাজীকে ৭ রানে হারিয়েছে। শামসুর রহমান, রনি তালুকদার ফর্মে ফিরেছেন। আর রানের মধ্যেই আছেন রকিবুল। বোলিংয়ে মূল ভরসা বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ছাড়াও পেসার কামরুল ইসলাম রাব্বি আছেন। তবে দুরন্ত আবাহনীর বিরুদ্ধে জেতা সহজ হবে না তাদের। সুপার লীগের প্রথম ম্যাচেই ৬০ রানে প্রাইম ব্যাংককে হারিয়েছে। বিধ্বংসী লিটন দাস ছাড়াও ফর্মে আছেন নাজমুল হোসেন শান্ত, শুভাগত হোম ও মোহাম্মদ মিঠুনরা। শীর্ষস্থান ধরে রাখার জন্য আজ আরেকবার মোহামেডানের বিরুদ্ধে জয়ের প্রত্যাশা নিয়েই নামবে তারা। গাজী গ্রুপের সময়টা হঠাৎ করেই বেশ খারাপ যাচ্ছে। লীগপর্বে টানা ৯ ম্যাচ জিতে অপ্রতিরোধ্য ও দুর্বার হয়ে উঠেছিল তারা। কিন্তু শেষ দুই ম্যাচে দুর্বলতর কলাবাগান ক্রীড়াচক্রের কাছে হোঁচট খায়। এরপর প্রাইম ব্যাংকের কাছে পরের ম্যাচটিতেও হারে। তবু সেরা দল হিসেবেই সুপার লীগে উঠেছিল গাজী সর্বাধিক ১৮ পয়েন্ট নিয়ে। কিন্তু সুপার লীগের প্রথম ম্যাচেই হেরে এখন আবাহনীর চেয়ে পিছিয়ে পড়েছে তারা। আজ শেখ জামালের বিরুদ্ধে জিততে মরিয়া হয়ে নামবে হ্যাটট্রিক পরাজয়ের শিকার দলটি। আর জামাল লীগপর্বের শেষ ম্যাচে দারুণ এক জয়ে শেষ মুহূর্তে সুপার লীগে জায়গা করে নিয়েছিল। তবে দোলেশ্বরের কাছে হার দিয়েই সুপার লীগ শুরু করেছে। আজ না জিতলে শিরোপা লড়াই থেকে অনেকখানিই ছিটকে যাবে তারা। গত আসরের রানার্সআপ দোলেশ্বর আজ প্রাইম ব্যাংকের বিরুদ্ধে নামছে আরেকটি জয় তুলে নেয়ার লক্ষ্যে। কারণ জিতলেই শীর্ষে উঠবে তারাও। লীগপর্বে দোলেশ্বরের কাছে ৭ উইকেটে হেরেছিল প্রাইম। আজ প্রতিশোধের পালা তাদের।
×