ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এনটিভিতে টেলিফিল্ম ‘মেজবউ’

প্রকাশিত: ০৭:০৫, ২৭ মে ২০১৭

এনটিভিতে টেলিফিল্ম ‘মেজবউ’

সংস্কৃতি ডেস্ক ॥ এনটিভিতে আজ বেলা ১২-২০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘মেজবউ’। কাজী নজরুল ইসলামের ‘মৃত্যুক্ষুধা’ উপন্যাসের একটি অংশ থেকে এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আবুল হায়াত। টেলিফিল্মে অভিনয় করেছেন-বিপাশা হায়াত, সজল, দিপান্বিতা আইচ ও আবুল হায়াত। ‘মেজবউ’ টেলিফিল্মে মেজো বউয়ের রূপ পাড়ার নিত্যকার আলোচনার বস্তু। দুঃখের আগুনে পুড়েও ও সোনা যেন একটুকু মলিন হয়নি। বর্ষা-ধোয়া চাঁদনির মতো আজও ঠিকরে পড়েছে রূপ। ওর সবচেয়ে বদ-অভ্যাস, কারণে-অকারণেও হাসে। অপরূপ সে হাসি। যেন ফুলের ফুলে ওঠা, যেন হঠাৎ চন্দ্রোদয়। মেজো বউ সত্যিই যেন আগুনের খাপরা। রূপ ওর আগুনের শিখার মতোই লকলক করে! কিন্তু ধরতে গেলে হাতও পোড়ে।
×