ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মাদক পাচারে কবুতর

প্রকাশিত: ০৬:২৬, ২৭ মে ২০১৭

মাদক পাচারে কবুতর

সামন্ত যুগের কবুতর দিয়ে চিঠি আদান-প্রদানের গল্প আমরা অনেকেই শুনেছি। গোয়েন্দা তৎপরতায় কবুতরের ব্যবহারও বিরল নয়। কিন্তু মাদকদ্রব্য পরিবহনে কবুতরের ব্যবহার একটু অভিনব বৈকি? কুয়েতের শুল্ক কর্মকর্তারা সম্প্রতি একটি কবুতর আটক করেছেন। কবুতরটির পিঠে বাঁধা ছোট্ট ব্যাগে ১৭৮টি চেতনানাশক পিল পাওয়া গেছে। তাঁদের ধারণা, কবুতরটি ইরাক থেকে সীমান্ত পার হয়ে কুয়েতে এসেছে। কবুতরটি কুয়েতের ইরাক সীমান্তবর্তী আবদালি প্রদেশের শুল্ক বিভাগের নিকটবর্তী একটি ভবন থেকে ধরা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কবুতরটি আলোচনার ঝড় তুলেছে। -ওয়েবসাইট অবলম্বনে।
×