ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আওয়ামী লীগের ১৭ বিভাগীয় উপকমিটির চেয়ারম্যান ও সদস্য সচিব নিয়োগ

প্রকাশিত: ০৬:১০, ২৭ মে ২০১৭

আওয়ামী লীগের ১৭ বিভাগীয় উপকমিটির চেয়ারম্যান ও সদস্য সচিব নিয়োগ

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের ১৭ বিভাগীয় উপ-কমিটির চেয়ারম্যান ও সদস্য সচিব নির্বাচিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গঠনতন্ত্রের ২৫ (১) (চ) ধারা মোতাবেক প্রধানমন্ত্রী দলের উপদেষ্টা পরিষদের নেতৃবৃন্দ ছাড়াও দল সমর্থক কিছু বুদ্ধিজীবীদের স্থান দিয়েছেন বিভিন্ন বিভাগের চেয়ারম্যান পদে। আগামী নির্বাচনকে সামনে রেখে স্ব স্ব বিভাগের কর্মকৌশল এবং বিভিন্ন সেক্টরে সরকারের উন্নয়ন-অগ্রগতি ও সাফল্যগুলো দেশবাসীর সামনে তুলে ধরবেন। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান হয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান। সদস্য সচিব হয়েছেন কেন্দ্রীয় নেতা টিপু মুন্সী এমপি। আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান করা হয়েছে খ্যাতনামা কূটনীতিক এ্যাম্বাসেডর জমিরকে। আইন বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান হয়েছেন উপদেষ্টা পরিষদের সদস্য এ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, সদস্য সচিব করা হয়েছে সাবেক আইনমন্ত্রী এ্যাডভোকেট আবদুল মতিন খসরু এমপিকে। কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান হয়েছেন ড. মির্জা এম এ জলিল আর সদস্য সচিব হয়েছেন কেন্দ্রীয় নেত্রী ফরিদুন্নাহার লাইলী। তথ্য ও গবেষণা উপ-কমিটিতে চেয়ারম্যান হয়েছেন অধ্যাপক ড. সাইদুর রহমান খান, সদস্য সচিব হয়েছেন এ্যাডভোকেট আফজাল হোসেন। ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির চেয়ারম্যান হয়েছেন এএফএম ফখরুল ইসলাম মুন্সী, সদস্য হয়েছেন সুজিত রায় নন্দী। দফতর উপ-কমিটির চেয়ারম্যান হয়েছেন প্রফেসর ড. আলাউদ্দিন আহমেদ, সদস্য সচিব হয়েছেন ড. আবদুস সোবহান গোলাপ। ধর্মবিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান হয়েছেন খন্দকার গোলাম মওলা নকশবন্দী, সদস্য সচিব এ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ। প্রচার ও প্রকাশনা বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান পুনর্বার হয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম, সদস্য সচিব হয়েছেন ড. হাছান মাহমুদ এমপি। বন ও পরিবেশ উপ-কমিটির চেয়ারম্যান হয়েছেন প্রফেসর খন্দকার বজলুল হক, সদস্য সচিব হয়েছেন দেলোয়ার হোসেন। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান হয়েছেন প্রফেসর ড. হোসেন মনসুর, সদস্য সচিব হয়েছেন ইঞ্জিনিয়ার আবদুস সবুর। এছাড়া মহিলা বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান হয়েছেন অধ্যাপিকা সুলতানা শফি, সদস্য সচিব ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি, মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান হয়েছেন রাশিদুল আলম, সদস্য সচিব এ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি, যুব ও ক্রীড়া বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান হয়েছেন মোজাফফর হোসেন পল্টু, সদস্য সচিব হারুনুর রশীদ, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান হয়েছেন প্রফেসর ড. আবদুল খালেক, সদস্য সচিব শামসুন নাহার চাঁপা, শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান হয়েছেন কাজী আকরাম উদ্দিন আহমেদ, সদস্য সচিব আবদুস সাত্তার এবং স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান হয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ রুহুল হক এমপি ও সদস্য সচিব হয়েছেন ডাঃ রোকেয়া সুলতানা।
×