ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ত্রাস সৃষ্টি করে রাষ্ট্রক্ষমতা কব্জায় রাখাই আওয়ামী সংস্কৃতি ॥ খালেদা

প্রকাশিত: ০৬:০৭, ২৭ মে ২০১৭

ত্রাস সৃষ্টি করে রাষ্ট্রক্ষমতা কব্জায় রাখাই আওয়ামী সংস্কৃতি ॥ খালেদা

স্টাফ রিপোর্টার ॥ দেশে মানুষ হত্যা থামছেই না বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। তিনি বলেন, সন্তানহারা পিতা-মাতা, স্বামীহারা স্ত্রী ও পিতাহারা সন্তানদের আহাজারিতে প্রতিদিনই আকাশ-বাতাস ভারি হয়ে উঠছে। বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা করে ত্রাস সৃষ্টির মাধ্যমে জোর করে রাষ্ট্রক্ষমতা কব্জায় রাখাই এখন আওয়ামী রাজনীতির সংস্কৃতি। খুলনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সরদার আলাউদ্দিন মিঠু হত্যার প্রতিবাদে শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন। খালেদা জিয়া বলেন, এ সরকার বিএনপির বলিষ্ঠ নেতাকর্মীদের বেছে বেছে হত্যা করার মিশন নিয়ে কাজ করছে। আর সে মিশনেরই নিষ্ঠুর শিকার হলেন সরদার আলাউদ্দিন মিঠু। মিঠুকে নির্মম কায়দায় হত্যা সরকারের ধারাবাহিক প্রাণঘাতী নৃশংসতার আরেকটি বহিঃপ্রকাশ। দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের হত্যার মাধ্যমে হাত রক্তে রঞ্জিত করে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রটিকে এখন গোরস্তানে পরিণত করা হয়েছে। বিএনপি চেয়ারপার্সন বলেন, দেশকে গণতন্ত্রশূন্য করার জন্যই আওয়ামী লীগ গণতন্ত্র ডিঙ্গিয়ে গণসম্মতি উপেক্ষা করে চরম সীমালঙ্ঘন করে চলেছে। আর এ সীমালঙ্ঘনের কারণে ঝরে যাচ্ছে বিরোধী দলের অনেক প্রতিবাদী নেতাকর্মীর প্রাণ। সরকারের বিরোধীদলীয় নেতাকর্মীদের হত্যা করার উদ্দেশ্যই হচ্ছে যাতে এ হত্যাকা-ের মাধ্যমে সমাজের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করে এবং কেউ সরকারের বিরুদ্ধে কথা বলার সাহস না পায়। সেজন্যই সরকারের পুলিশ বিএনপিকে কোন সভা-সমাবেশ বা অন্য কোন কর্মসূচী বাস্তবায়ন করতে অনুমতি দেয় না। খালেদা জিয়া বলেন, জনগণ আর বসে থাকবে না, দুঃশাসন মোকাবেলায় অব্যাহত রক্তপাতের কর্মসূচীকে সম্মিলিত শক্তি দিয়ে জনগণ প্রতিহত করবে। আমি সন্ত্রাসীদের দ্বারা নির্মমভাবে নিহত সরদার আলাউদ্দিন মিঠুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকে কাতর পরিবারবর্গ ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সরকারকে হুঁশিয়ার করে খালেদা জিয়া বলেন, রক্তপাত ঘটিয়ে জীবন কেড়ে নিয়ে ভীতির সৃষ্টি করে ক্ষমতায় টিকে থাকা যাবে না। জনগণ আর বসে থাকবে না, দুঃশাসন মোকাবেলায় অব্যাহত রক্তপাতের কর্মসূচীকে সম্মিলিত শক্তি দিয়ে প্রতিহত করবে। আলাউদ্দিন মিঠুকে হত্যার নিন্দা জানিয়ে তিনি বলেন, এ হত্যাকা- কাপুরুষোচিত।
×