ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভাস্কর্য সরানোর নির্দেশ প্রধান বিচারপতির নিজের ॥ মওদুদ

প্রকাশিত: ০৬:০৬, ২৭ মে ২০১৭

ভাস্কর্য সরানোর নির্দেশ প্রধান বিচারপতির নিজের ॥  মওদুদ

স্টাফ রিপোর্টার ॥ নির্বাচন কমিশন একদলীয় নির্বাচনের রূপরেখা দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বিএনপির কারাবন্দী ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলুর মুক্তির দাবিতে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। ‘বরকতউল্লাহ বুলু মুক্তি পরিষদ’ নামক একটি সংগঠন এ সমাবেশের আয়োজন করে। সুপ্রীমকোর্টের ভাস্কর্য সরানোর বিষয়ে ব্যারিস্টার মওদুদ বলেন, এই ভাস্কর্য অপসারণের নির্দেশ প্রধান বিচারপতি নিজে দিয়েছেন, সরকার কোন নির্দেশ দেয়নি। আমাকে সুপ্রীমকোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন জানিয়েছেন। ‘আমি আপনাদের জানাতে চাই, আমাদের প্রধান বিচারপতি এই ভাস্কর্য অপসারণের সিদ্ধান্ত নিজে নিয়েছেন। তিনি সরকারের নির্দেশে এটা করেননি।’ মওদুদ বলেন, এই যে ভাস্কর্য, মৃনাল হকের ভাস্কর্য। তিনি বলেছেন, এটা কোন দেবীর ভাস্কর্য নয়, বাংলাদেশী একজন শাড়ি পরা নারীর ভাস্কর্য। সেটার ওপর কত রকমের কথা-বার্তা হয়েছে। আমাদের প্রধান বিচারপতি ভাস্কর্য অপসারণের সিদ্ধান্ত নেয়ার আগে বৃহস্পতিবার সভা ডেকে ছিলেন। সেখানে ড. কামাল হোসেন ছিলেন, ব্যারিস্টার আমীর-উল ইসলাম ও এ্যাটর্নি জেনারেল এবং বার এ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও সেক্রেটারি ছিলেন। সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলীসহ আরও যারা ছিলেন, সকলের সঙ্গে তিনি পরামর্শ করেছিলেন কী করা যায়? তারা পরামর্শ দিয়েছিলেন যে, এই ভাস্কর্যটি সরিয়ে নিলে ভাল হয়, এ নিয়ে কোন বিতর্ক থাকুক, প্রধান বিচারপতিকে বিতর্কিত করা হোক এটা আমরা কেউ চাই না। সংবিধানের ষোড়শ সংশোধনী প্রসঙ্গে মওদুদ বলেন, বিচারপতিদের অপসারণের বিষয়টি সংসদ সিদ্ধান্ত নেবে সেজন্য ১৬তম সংশোধনী পাস করা হয়েছে। তবে যেই সংসদ নির্বাচিত সংসদ নয়, সত্যিকার প্রতিনিধিত্ব সংসদ নয়। এই সংসদ যত সংশোধনী এনেছে বিশেষ করে ১৫তম ও ১৬তম সংশোধনী বিএনপি কোনদিন ক্ষমতায় গেলে এসব সংশোধনী পরিবর্তন করার উদ্যোগ নেবে। ব্যারিস্টার মওদুদ বলেন, আমরা বলতে চাই, দেশের মাটিতে আর একদলীয় নির্বাচন করতে দেয়া হবে না। এজন্য বিএনপিসহ সব গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ হয়ে খালেদা জিয়ার নেতৃত্বে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার জন্য আন্দোলন করবে। গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আন্দোলনের কোন বিকল্প নেই। তিনি বলেন, নির্বাচনকালীন সহায়ক সরকারের একটি রূপরেখা বিএনপির পক্ষ থেকে শীঘ্রই দেয়া হবে। আয়োজক সংগঠনের উপদেষ্টা আকবর হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভুঁইয়া, দলের যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, হাবিব উন নবী খান সোহেল, প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ। ৫ সাংগঠনিক জেলায় বিএনপির নতুন কমিটি ৫ সাংগঠনিক জেলায় বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার এই কমিটিগুলো অনুমোদন দিয়েছেন বলে বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন। কলিম উদ্দিন আহমেদ মিলনকে সভাপতি ও নুরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে সুনামগঞ্জ জেলা বিএনপির কমিটি, সাইফুল ইসলামকে সভাপতি ও রইচ আহমেদকে সাধারণ সম্পাদক করে রংপুর জেলা বিএনপির কমিটি, মোজাফফর হোসেনকে সভাপতি ও সহিদুল ইসলাম মিজুকে সাধারণ সম্পাদক করে রংপুর মহানগর বিএনপির কমিটি, সামছুল আলম তোফাকে সভাপতি ও এ্যাডভোকেট ফরহাদ ইকবালকে সাধারণ সম্পাদক করে টাঙ্গাইল জেলা বিএনপির কমিটি এবং এম নাসের রহমানকে সভাপতি ও মিজানুর রহমান মিজানকে সাধারণ সম্পাদক করে মৌলভীবাজার জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়।
×