ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আতঙ্ক ভুলে খেলায় মন বিরাটের

প্রকাশিত: ২০:১০, ২৬ মে ২০১৭

আতঙ্ক ভুলে খেলায় মন বিরাটের

অনলাইন ডেস্ক ॥ ভয়ঙ্কর এক জঙ্গীহানার কয়েক দিনের মধ্যেই তাঁর দল ইংল্যান্ডে এসেছে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের লক্ষ্যে। এই রকম পরিস্থিতিতে অতীতে অনেক বিদেশি টিমের উপমহাদেশীয় সফর বাতিল হয়ে গিয়েছে। কিন্তু বিরাট কোহালির ভারত এ সব মাথায় রাখছে না। ইংল্যান্ডে পা দিয়েই ভারত অধিনায়ক জানিয়ে দিয়েছেন, তাঁরা মাঠের যুদ্ধের বাইরে আর কিছু নিয়ে ভাবছেন না। ভারতের প্রথম ম্যাচ ৪ জুন, পাকিস্তানের বিরুদ্ধে। বৃহস্পতিবার লন্ডনে সাংবাদিক বৈঠকে এসে কোহালি বলেন, ‘‘প্রথমেই আমি একটা কথা বলতে চাই। কয়েক দিন আগে ম্যাঞ্চেস্টারে যা হয়েছে, তা অত্যন্ত মর্মান্তিক। ইংল্যান্ডের মাটিতে এ রকম ঘটনা তো অতীতে বিশেষ ঘটেনি, তাই যারা এই ঘটনার সাক্ষী, তারা স্বাভাবিক ভাবেই ভেঙে পড়েছেন। অনেকেই এখন একটা আতঙ্কের পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছেন। কিন্তু আপনাদের বুঝতে হবে, আমরা এখানে একটা টুর্নামেন্ট খেলতে এসেছি। তাই আমাদের ফোকাসটা মাঠেই থাকবে। অন্য কোনও ঘটনার ওপর নয়।’’ কোহালি এটাও জানিয়ে দিচ্ছেন, চারদিকে কড়া নিরাপত্তা আর নিরাপত্তা সংক্রান্ত বিধিনিষেধ থাকা সত্ত্বেও তাঁর টিমের কেউ নার্ভাস নন। ‘‘আমি তো ব্যক্তিগত ভাবে একটুও নার্ভাস নই। আমার চারপাশে জীবনও স্বাভাবিক ভাবেই চলছে। এটাই তো হওয়া উচিত,’’ বলছেন ভারতের ভয়ডরহীন অধিনায়ক। কোহালি জানাচ্ছেন, ইংল্যান্ডে পা দেওয়ার পরে তাঁদের নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় তথ্য জানিয়ে দেওয়া হয়েছে। ‘‘সারা দিন ধরে আমাদের বলা হয়েছে, কী কী নিরাপত্তা সংক্রান্ত বিধিনিষেধ মেনে চলতে হবে। এটা কিন্তু ক্রিকেটারদের কাছে খুব স্বস্তিদায়ক ব্যাপার।’’ নিজের দল নিয়ে কোহালি বলেছেন, ‘‘আগে আমাদের টিমে একটা সমস্যা ছিল। লোয়ার মিডল অর্ডার ভাল রান করতে পারত না। তাই ধোনির ওপর বড় বেশি চাপ পড়ে যেত। কিন্তু এখন সেই সমস্যাটা মিটেছে, হার্দিক পাণ্ড্য এবং কেদার যাদব এসে যাওয়ায়। ওরা ধারাবাহিক ভাবে রান করে ধোনির ওপর থেকে চাপটা কমিয়ে দিয়েছে।’’ কোহালি মনে করছেন, তাঁর দলের ভারসাম্য একেবারে ঠিক আছে। ‘‘আমাদের বোলিং ভাল। ব্যাটিংয়ে গভীরতা আছে। পেসাররা ভাল ফর্মে আছে। সে সব দিকে কোনও সমস্যা নেই। কিন্তু মাথায় রাখতে হবে, মাঠে নেমে নিজেদের প্রয়োগ করতে হবে। আপনার টিম বিশ্বের সেরা দল হতে পারে, কিন্তু মাঠে নেমে নিজেদের প্রয়োগ করতে না পারলে কী লাভ আছে?’’ প্রশ্ন কোহালির। ইংল্যান্ডের মাটিতে অতীত সিরিজে তাঁর সে রকম রান নেই। ব্যাপারটা মাথায় আছে কোহালির। তাই তিনি বলছেন, ‘‘আপনি যখন বিশ্বের সব জায়গায় সফল হতে চান, তখন যে সব জায়গায় ব্যর্থ হয়েছেন, সে সব জায়গার কথা ভুলতে পারেন না।’’ সূত্র : আনন্দবাজার পত্রিকা
×