ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ফেসবুক ও ইন্টারনেট বন্ধের দাবি এরশাদের

প্রকাশিত: ০৮:৫৬, ২৬ মে ২০১৭

ফেসবুক ও ইন্টারনেট বন্ধের দাবি এরশাদের

স্টাফ রিপোর্টার ॥ শিশুদের শিক্ষায় মনোনিবেশ করাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইন্টারনেট বন্ধের দাবি জানালেন জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শরীয়াহ আন্দোলন বাংলাদেশ আয়োজিত ‘নৈতিকতা বিবর্জিত সমাজ ব্যবস্থাই সকল সন্ত্রাসের জন্মদাতা’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান। এরশাদ বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের পথে। শিক্ষক ক্লাস নিচ্ছেন, আর ছাত্ররা পেছনে বসে ইন্টারনেটে পর্ন ছবি দেখছে। খুনীরা আজ বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে। ধর্ষণকারীরা উল্টো দাম্ভিকতা দেখাচ্ছে। লোডশেডিং, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি। সমাজের সর্বত্রই চলছে অরাজকতা। সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন সামনে রমজান, বিদ্যুতের কি অবস্থা? সেহরি ও ইফতারির সময় বিদ্যুত বিভ্রান্তি হলে মানুষের ভোগান্তির শেষ থাকবে না। তাই সরকার যেন বিদ্যুত সরবরাহের প্রতি নজর দেয়। নিরবচ্ছিন্ন না হলেও সহনীয় বিদ্যুত পরিস্থিতি নিশ্চিত করার বিকল্প নেই। সমাজের সর্বক্ষেত্রে অস্থিরতা এমন মন্তব্য করে সাবেক সেনাপ্রধান এরশাদ বলেন, আমরা ইসলাম থেকে দূরে সরে গেছি। তাই অস্থিরতা বাড়ছে। ইসলামে বিধান রয়েছে হত্যার শাস্তি মৃত্যুদ-। কিন্তু খুনীরা আজ বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে। ধর্ষণকারীরা উল্টো দাম্ভিকতা করছে। শরীয়াহ আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রফিকুন্নবী হক্কানীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জাপা প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতি, জাতীয় ইসলামী মহাজোটের চেয়ারম্যান আবু নাছের ওয়াহেদ ফারুক, মাওলানা আব্দুল লতিফ চৌধুরী, মাওলানা মুহাম্মদ মাসুম বিল্লাহ, ফকরুল আহসান শাহাজাদা প্রমুখ।
×