ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মতিঝিল থেকে নারী পাচারকারী চক্রের তিনজন গ্রেফতার

প্রকাশিত: ০৮:৫১, ২৬ মে ২০১৭

মতিঝিল থেকে নারী পাচারকারী চক্রের তিনজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মতিঝিল থেকে নারী পাচারকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতাররা হচ্ছে মোঃ রতন সরকার, মোঃ সোহেল আহমেদ ও মোঃ নজরুল ইসলাম। বৃহস্পতিবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (পশ্চিম) বিভাগের একটি টিম মতিঝিল ইনার সার্কুলার রোডের ১৮৮/১ নম্বর বাড়ি থেকে তাদের গ্রেফতার করে। ডিবি পুলিশ জানায়, গ্রেফতাররা আন্তর্জাতিক মানব পাচারকারী দলের সক্রিয় সদস্য। ডিএমপি মিডিয়া উইং ডিসি মাসুদুর রহমান জানান, নরসিংদীর মনোহরদি থানার জিডির বাদীর দেয়া তথ্য অনুুযায়ী জানা যায়, লাভলী বেগম বাদীর মেয়েকে মা-বাবার অগোচরে ২২ এপ্রিল গ্রেফতারকৃত রতন ও সোহেলের মাধ্যমে জর্দানে পাঠায়। পরবর্তীতে জর্দানে ভিক্টিমকে হত্যার হুমকিসহ শারীরিক নির্যাতনের মাধ্যমে তার পরিবারের কাছে ২ লাখ ৮০ হাজার টাকা বাংলাদেশে অবস্থানরত রতন ও সোহেলের কাছে দেয়ার জন্য বলে। বাদী দাবিকৃত টাকা প্রদানে রাজি না হওয়ায় জর্দান থেকে ভিক্টিমকে দিয়ে ফোন করে বলানো হয়, মা আমাকে বাঁচাও। ওদের দাবিকৃত টাকা দিয়ে দাও। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ঢাকা মহানগর গোয়েন্দা (পশ্চিম) গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম আধুনিক প্রযুক্তি ও বিশেষ কৌশল প্রয়োগ করে জর্দানে আটককৃতদের সঙ্গে টেলিফোনে কথোপকথনের মাধ্যমে ভিক্টিমকে জর্দান হতে বাংলাদেশে ফেরত আনতে সক্ষম হয়। ভিক্টিম জানায়, তাকে জর্দানে মৃত্যু ভয় দেখিয়ে অসামাজিক কার্যকলাপ করতে চাপ প্রয়োগ করা হয়।
×