ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কানকুন সম্মেলন শুরু ॥ নজর কেড়েছে বাংলাদেশ

প্রকাশিত: ০৮:৩৯, ২৬ মে ২০১৭

কানকুন সম্মেলন শুরু ॥ নজর কেড়েছে বাংলাদেশ

তপন বিশ্বাস, কানকুন থেকে ॥ শুরুতেই জমে উঠেছে মেক্সিকোর কানকুনে অবস্থিত ‘গ্লোবাল প্লাটফর্ম ফর ডিজাস্টার রিস্ক রিডাকশন’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন। বিশ্বের প্রায় সব দেশের প্রতিনিধি এসে উপস্থিত হয়েছেন। পাঁচ হাজারেরও বেশি প্রতিনিধি এ সম্মেলনে যোগ দিয়েছেন। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার নেতৃত্বে ২০ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল ইতোমধ্যে কানকুনে পৌঁছেছে। সব মিলিয়ে বিশ্বের এক অনন্য মিলনমেলায় পরিণত হয়েছে কানকুন। সম্মেলন কেন্দ্র করে মেক্সিকো সরকার ব্যাপক প্রস্তিুতি নিয়েছে। বাড়িয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বুধবার মেক্সিকোর প্রেসিডেন্ট সম্মেলনের উদ্বোধন করেন। পরে প্রথম দিনের কার্যক্রম শুরু হয়। মূল অধিবেশন চলবে বৃহস্পতি ও শুক্রবার। প্রথম দিনেই দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সচিব শাহ্ কামাল বাংলাদেশের প্রতিনিধিদের বিভিন্ন সেশনে অংশগ্রহণের দাযিত্ব বণ্টন করে দেন। কে কোন্ দায়িত্ব পালন করবেন এবং কিভাবে তা উপস্থাপন করতে হবে ইতোপূর্বে মন্ত্রণালয়ে বৈঠকে তা নির্ধারণ করে দেয়া হয়। সে আলোকে প্রতিনিধি দলের সদস্যরা প্রথম দিনের সেশনগুলোতে পরিকল্পিতভাবে রিপোর্ট উপস্থাপন করেন। এতে প্রথম দিনেই বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের নজর কেড়েছে বাংলাদেশ। বাংলাদেশের সাজানো-গোছানো সেশনের কারণে বাংলাদেশের পারফর্ম নিয়ে বিভিন্ন দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনাও হচ্ছে। আন্তর্জাতিক এ সম্মেলনকে কেন্দ্র করে মেক্সিকোর কানকুন এক অনন্য মিলনমেলায় পরিণত হয়েছে। বিভিন্ন দেশের প্রতিনিধির উপস্থিতি এ মেলার গুরুত্বে বাড়িয়ে তুলেছে। কানকুনে এখন সাজ সাজ রব। প্রথম দিনের সেশন শেষে মেক্সিকোর প্রেসিডেন্ট এক নৈশভোজের আয়োজন করেন। তাতে যোগ দেন বিভিন্ন দেশের মন্ত্রী ও উর্ধতন প্রতিনিধিবৃন্দ। মেক্সিকোর প্রেসিডেন্টের আমন্ত্রণে নৈশভোজে যোগ দেন সস্ত্রীক ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। বৃহস্পতিবারের আলোচনায় দুর্যোগ প্রশমনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন মন্ত্রী ও সচিব। দুর্যোগ প্রশমনে বাংলাদেশ এখন বিশ্বের অনেক দেশের চেয়ে এগিয়ে। বাংলাদেশে দুর্যোগে মৃত্যু ব্যাপকহারে কমেছে। সম্প্রতি সারাবিশ্বে বজ্রপাতে মৃত্যুর হার বেড়ে গেছে। এটি মোকাবেলায় সরকার দেশের বিভিন্ন এলকায় তালগাছ লাগানোর যে কর্মসূচী হাতে নিয়েছে তা তুলে ধরা হবে। দেখা গেছে, আগে যখন বিভিন্ন এলকায় তালগাছ বেশি ছিল, তখন বজ্রপাত হলে সাধারণত তালগাছে তা পড়ত। তালগাছ কমে যাওয়ায় বিভিন্ন এলাকায় বজ্রপাতে প্রাণহানির ঘটনা ঘটছে। এছাড়া সম্প্রতি দেশে ঘটে যাওয়া বিভিন্ন দুর্যোগ সরকার কিভাবে মোকাবেলা করেছে এবং প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে সরকার কী কী পদক্ষেপ নিয়েছে বা নিচ্ছে তা তুলে ধরা হবে।
×