ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

খুলনায় বিএনপি নেতা মিঠু ও তার দেহরক্ষী গুলিতে নিহত

প্রকাশিত: ০৮:৩৮, ২৬ মে ২০১৭

খুলনায় বিএনপি নেতা মিঠু ও তার দেহরক্ষী গুলিতে নিহত

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ফুলতলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরদার আলাউদ্দিন মিঠু (৪০) আততায়ীর গুলিতে নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সোয়া দশটার দিকে ফুলতলা হাটখোলা নিজ বাড়ির সামনের অফিসে তিনি নিহত হন। এ সময়ে তার শ্বশুর সৈয়দ সেলিম ও দেহরক্ষী নওশের গাজী গুলিবিদ্ধ হয়েছেন। আহত সেলিমকে ফুলতলা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে এবং আশঙ্কাজনক অবস্থায় নওশের গাজীকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতে নওশের গাজীও মারা যান। মিঠুর পিতা সরদার আবুল কাশেম এবং বড়ভাই দামোদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সরদার বাদলও দুর্বৃত্তদের হাতে নিহত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ডিবি পরিচয় দিয়ে সাত-আটজন লোক তার অফিসে প্রবেশ করে কিছু বুঝে ওঠার আগেই গুলি করে। তিনি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। তাঁর বাড়ি দামোদরে খুলনা-যশোর সড়কের পাশে এবং ফুলতলা স্বাস্থ্য কেন্দ্রের বিপরীতে। আর তার নিজস্ব অফিসটি বাড়ির বিপরীতে। এই খবর শোনার পর দলীয় স্থানীয় ও জেলা নেতৃবৃন্দ ঘটনাস্থলে ছুটে যান। বিএনপি খুলনা জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট শফিকুল আলম মনা এ ঘটনার নিন্দা জানিয়েছেন।
×