ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সুপ্রীমকোর্টের ক্ষতি করতে চাই না বলে সাবজুডিস বিষয়ে আমি কথা বলি না ॥ আইনমন্ত্রী

প্রকাশিত: ০৭:৫৬, ২৬ মে ২০১৭

সুপ্রীমকোর্টের ক্ষতি করতে চাই না বলে সাবজুডিস বিষয়ে আমি কথা বলি না ॥ আইনমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, নরসিংদী, ২৫ মে ॥ আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আমি সাবজুডিস বিষয়ে কথা বলি না। সাবজুডিস বিষয়ে কথা বলা ঠিক না ।পত্র-পত্রিকায় পড়েছি ও শুনেছি প্রধান বিচারপতি অনেক কথা বলছেন। এসব কথার জবাব আমি দিতে পারি। এখানে সিনিয়র আইনজীবীরা আছেন, আমি এটুকু বুঝি, আমি এ্যাডভোকেট সিরাজুল হকের ছেলে। সুপ্রীমকোর্টের আয় থেকে আমার এ পর্যন্ত আসা। বার ও বেঞ্চের মধ্যে সৌহার্দ্য ভ্লা থাকতে হবে। সৌহার্দ্য ধরে রাখলে বার ও বেঞ্চের উপকার হবে। প্রধান বিচারপতির বক্তব্যের জবাব আমি দিতে পারি । আমি যদি প্রধান বিচারপতির সঙ্গে বাগবিত-ায় জড়িয়ে পড়ি তবে অপকার হবে প্রতিষ্ঠানের ও সুপ্রীমকোর্টের। আমি সুপ্রীমকোর্টের ক্ষতি করতে পারব না। তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় নরসিংদী জেলা আইনজীবী সমিতির ৪০ বছর পূর্তি উৎসব উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। জেলা আইনজীবী সমিতির সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী লে. কর্নেল (অব) নজরুল ইসলাম হিরু বীরপ্রতীক, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেদ মজুমদার, নরসিংদী জেলা ও দায়রা জজ ফাতেমা নজীব, জেলা আইনজীবী সমিতির আজীবন সদস্য ও সাবেক সভাপতি এ্যাডভোকেট বদরুদ্দোজা জিলু, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক তারেক মোঃ লুৎফর রহমান প্রমুখ। এ সময় নরসিংদী জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, এসপি আমেনা বেগম, নরসিংদীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীম আহম্মেদ উপস্থিত ছিলেন।
×