ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ক্যারিয়ার শেষ রুনির!

প্রকাশিত: ০৬:২৪, ২৬ মে ২০১৭

ক্যারিয়ার শেষ রুনির!

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপ বাছাইপর্বে আগামী মাসেই পুরনো শত্রু স্কটল্যান্ডের মুখোমুখি হবে ইংল্যান্ড। তার তিনদিন পর প্যারিসে একটি প্রীতি ম্যাচও খেলবে তারা। সেই দুই ম্যাচের জন্যই বৃহস্পতিবার দল ঘোষণা করেছে ইংল্যান্ড। তবে জায়গা মিলেনি ম্যানচেস্টার ইউনাইটেডের ইংলিশ অধিনায়ক ওয়েইন রুনির। এর ফলে ফুটবলবোদ্ধাদের ধারণা, ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রুনির ক্যারিয়ার প্রায় শেষ। ইংল্যান্ডের জার্সিতে ১১৯টি ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন ওয়েইন রুনি। এই সময়ের মধ্যে প্রতিপক্ষের জালে ৫৩ গোল করে দেশটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনটিও দখল করে নেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে ফুটবল মাঠে খুবই বাজে সময় কাটছে তার। কিন্তু রুনির লক্ষ্য রাশিয়া বিশ্বকাপ। ২০১৮ বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন তিনি। এ বিষয়ে গত বছরের মাঝামাঝিতে এক সাক্ষাতকারে রুনি বলেন, ‘রাশিয়া বিশ্বকাপ শেষেই আমি আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেব। এরই মধ্যে আমি এ ব্যাপারে মনস্থির করে ফেলেছি। তাছাড়া এটাই সঠিক সময় বলে আমি মনে করি।’ সে সময় তিনি আরও বলেছিলেন, ‘সত্যি কথা বলতে, ইংল্যান্ডের হয়ে কোন কিছু করতে রাশিয়া বিশ্বকাপই আমার শেষ সুযোগ। আশাকরি ইংল্যান্ডের জার্সি গায়ে ক্যারিয়ারটা উঁচুতে রেখেই শেষ করতে পারব। আমার বয়স যখন ১৬ তখন থেকেই আমি পেশাদার ফুটবল খেলছি। আর যখন ১৭ তখন থেকে জাতীয় দলে খেলছি। ২০১৮ সালে আমার বয়স হবে ৩৪ বছর। আমি মনে করি, আমার অসাধারণ একটি আন্তর্জাতিক ক্যারিয়ার রয়েছে। ক্যারিয়ারের প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করেছি।’ তবে রাশিয়া বিশ্বকাপ পর্যন্ত খেলার সুযোগ পাবেন কি না সেটাই এখন দেখার অপেক্ষা। কেননা রক্ষণভাগে রুনির বদলি হিসেবে গ্যারেথ সাউথগেটের রয়েছে হ্যারি কেন, জেমি ভার্ডি, মার্কাস রাশফোর্ড এবং জার্মেই ডিফোর মতো স্ট্রাইকার। যারা ইতোমধ্যেই দুর্দান্ত খেলছে। বিশ্বকাপ বাছাইপর্বে তাদের ওপরই ভরসা রাখছেন সাউথগেট। এদিকে শুধু জাতীয় দল নয় রুনির ওপর ভরসা রাখতে পারছেন না তার ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের অভিজ্ঞ কোচ জোশে মরিনহোও। বুধবার উয়েফা ইউরোপা লীগের ফাইনালে আয়াক্সের বিপক্ষে ম্যাচের একেবারেই শেষ মুহূর্তে রুনিকে কয়েক মিনিট খেলার সুযোগ দেন স্পেশাল ওয়ান। যেখানে স্কটল্যান্ডের বিপক্ষে জায়গা পাওয়া রাশফোর্ড ম্যাচের শুরু থেকেই খেলার সুযোগ পান। সদ্য সমাপ্ত ইংলিশ প্রিমিয়ার লীগে অসাধারণ পারফর্মেন্সের পুরস্কার হাতেনাতেই পেয়ে গেলেন টটেনহ্যাম হটস্পারের হ্যারি কেন। সর্বোচ্চ গোল করে প্রিমিয়ার লীগের গোল্ডেন বুট জয়েরও স্বাদ পান যিনি। কেন ছাড়াও সাউথগেটের ঘোষিত ২৫ সদস্যের এই দলে জায়গা করে নিয়েছেন মিডলসবোরোর বেন গিবসন এবং ওয়েস্টহ্যাম ইউনাইটেডের এ্যারন ক্রেসওয়েল। বিশ্বকাপ বাছাইপর্বে আগামী ১০ জুন গ্লাসগোর হাম্পডেন পার্কে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ইংল্যান্ড। তার তিনদিন পরই একটি প্রীতি ম্যাচের জন্য প্যারিস সফর করবে থ্রি-লায়ন্সরা। ইংল্যান্ড স্কোয়াড গোলরক্ষক ॥ জ্যাক বাটল্যান্ড (স্টোক সিটি), ফ্রেজার ফরস্টার (সাউদাম্পটন), জো হার্ট (তোরিনো), টম হেটন (বার্নলি)। ডিফেন্ডার ॥ রায়ান বার্টান্ড (সাউদাম্পটন), গ্যারি কাহিল (চেলসি), নাথানিয়েল ক্লাইন (লিভারপুল), এ্যারন ক্রেসওয়েল (ওয়েস্টহ্যাম), বেন গিবসন (মিডলসবোরো), ফিল জোন্স (ম্যানইউ), ক্রিস স্মলিং (ম্যানইউ), জন স্টোন্স (ম্যানসিটি), কিয়েরন থ্রিপ্পিয়ের (টটেনহ্যাম), কাইল ওয়াকার (আর্সেনাল), রাহিম স্টার্লিং (ম্যানসিটি)। মিডফিল্ডার ॥ এরিক দিয়ের (টটেনহ্যাম), এ্যাডাম লালনা (লিভারপুল), জেক লিভারমোর (ওয়েস্টব্রমউইচ), ডেলে আলী (টটেনহ্যাম), জেসে লিনগার্ড (ম্যানইউ), এ্যালেক্স অক্সালেড চেম্বারলেইন (আর্সেনাল), রাহিম স্টার্লিং (ম্যানসিটি)। ফরোয়ার্ড ॥ জার্মেন ডিফো (সান্ডারল্যান্ড), হ্যারি কেন (টটেনহ্যাম), মার্কাস রাশফোর্ড (ম্যানইউ), জেমি ভার্ডি (লিচেস্টার সিটি)।
×