ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পাকদের মোকাবেলায় বাড়তি উত্তেজনা নেই কোহলির

প্রকাশিত: ০৬:২৪, ২৬ মে ২০১৭

পাকদের মোকাবেলায় বাড়তি উত্তেজনা নেই কোহলির

স্পোর্টস রিপোর্টার ॥ গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরোপা জিতে দেশে ফিরেছিল ভারতীয় ক্রিকেট দল। সেবার মহেন্দ্র সিং ধোনি দলকে নেতৃত্ব দিয়েছিলেন। এবার তিনি থাকলেও বিরাট কোহলির নেতৃত্বে খেলবেন তিনি। আগামী ৪ জুন চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরোপা ধরে রাখার মিশনে নামবে ভারতীয় দল। আর প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে খেলবে তারা। পাক-ভারত ক্রিকেটীয় লড়াই নিয়ে ইতোমধ্যেই অনেক আলোচনার সৃষ্টি হলেও কোহলি খুব বেশি উত্তেজনা বোধ করছেন না। অন্য যে কোন ম্যাচের মতোই দেখছেন এটিকে ভারতীয় অধিনায়ক। লন্ডনে এক সংবাদ সম্মেলনে এমন কথা বলেন ভারত অধিনায়ক কোহলি। ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ সারাবিশ্বেই বাড়তি এক আকর্ষণ। ক্রিকেট ভক্ত-সমর্থকদের মধ্যে বিরাজ করে টানটান উত্তেজনা ও উন্মাদনা। দু’দেশের সংস্কৃতিতে ভিন্নতা এবং রাজনৈতিক ও কূটনৈতিক শীতল সম্পর্কের কারণে ক্রিকেট লড়াইটা বাড়তি উত্তেজনার রেশ ছড়িয়ে দেয়। কিন্তু ২০০৮ সালের পর থেকে আর কোন দ্বিপাক্ষিক সিরিজ হয়নি দু’দেশের। কিন্তু সম্প্রতি আইসিসির বড় টুর্নামেন্টগুলোতে প্রায় নিয়মিতই পাক-ভারত দ্বৈরথ দেখা যায়। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতেও নিজেদের প্রথম ম্যাচে সাক্ষাত হচ্ছে দু’দলের। এ বিষয়ে কোহলি বলেন, ‘ক্রিকেটারদের জন্য এটা শুধুই আরেকটি খেলা। এ অনুভূতি কখনই বদলাবে না। হ্যাঁ, ভারত-পাকিস্তান ম্যাচ বলে একটু আবহ তো সৃষ্টি হবেই। কিন্তু যারা দু’দলের খেলোয়াড় তাদের জন্য এটা আরেকটি খেলাই। দুই দলের সবাইকে জিজ্ঞেস করুন, আমাদের কাছে কোন পার্থক্যই নেই। পাকিস্তান হোক কিংবা ইংল্যান্ড-অস্ট্রেলিয়া, সবই সমান আমাদের কাছে। বাড়তি আগ্রহ থাকা ভাল, কিন্তু আবেগী হওয়া যাবে না।’ কোহলির সব আগ্রহ আপাতত চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার প্রতি। কারণ এই প্রথম আইসিসির বড় কোন ওয়ানডে টুর্নামেন্টে দলকে নেতৃত্ব দেবেন তিনি। সে কারণে ধোনীর উত্তরসূরি হিসেবে এটিকে বাড়তি এক চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন কোহলি। বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বের কোটি ভক্ত-সমর্থকরাও চাইবেন ভারতীয় দল শিরোপা ধরে রাখুক। কর ফাঁকি ॥ ফেঁসে যেতে পারেন রোনাল্ডোও স্পোর্টস রিপোর্টার ॥ পাঁচ বছর পর প্রথমবারের মতো স্প্যানিশ লা লিগার শিরোপা জিতে বেশ ফুরফুরে অবস্থায় আছেন রিয়াল মাদ্রিদের পর্তুগীজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ৩ জুন কার্ডিফে চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে জুভেন্টাসকে হারাতে পারলে অর্জনের ভা-ার আরও ভরপুর হবে। এই সুখের সময়ে সি আর সেভেনকেও পড়তে হলো বিব্রতকর অবস্থায়। রোনাল্ডোও নাকি ফেঁসে যেতে পারেন কর ফাঁকি মামলায়। কর ফাঁকির মামলায় বার্সিলোনার দুই তারকা ফুটবলার লিওনেল মেসি ও নেইমারের এখন ত্রাহি অবস্থা। অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় মেসিকে দেয়া হয়েছিল ২১ মাসের কারাদ-। পাল্টা আপীলও করেছিলেন মেসি। কিন্তু তাতেও কোন লাভ হয়নি। এই ২১ মাসের কারাদ-ের রায় বহাল রেখেছেন স্পেনের সুপ্রীমকোর্ট। একই অবস্থা নেইমারেরও। দুই বছরের জেল হতে পারে ব্রাজিলিয়ান তারকার। এবার রিয়াল তারকা রোনাল্ডোর কর ফাঁকি অভিযোগের তদন্তে নামছে দেশটির সরকার। স্প্যানিশ সংবাদ মাধ্যম জানিয়েছে, ২০১১ থেকে ২০১৩ সালে রোনাল্ডোর বিরুদ্ধে আট মিলিয়ন ইউরো কর ফাঁকি দেয়ার অভিযোগ আছে।
×