ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বকেয়া পাওনা আদায়ে বাফুফেতে আট ক্লাবের ধর্ণা

প্রকাশিত: ০৬:২৪, ২৬ মে ২০১৭

বকেয়া পাওনা আদায়ে বাফুফেতে আট ক্লাবের ধর্ণা

স্পোর্টস রিপোর্টার ॥ পাওনা বকেয়া রাখার বদভ্যাসটা আর গেল না বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)। ক্লাবগুলোই এ নিয়ে সবচেয়ে বেশি ভুক্তভোগী। বরাবরের মতো আবারও তারা রণংদেহী মূর্তি ধারণ করতে যাচ্ছে। যদিও এ বিষয়ে কদিন আগেই তারা বাফুফেকে আলটিমেটাম দিয়েছিল। তাতে গত লীগসহ আগের সব বকেয়া পরিশোধ করা, আসন্ন লীগে পার্টিসিপেশন মানি কত টাকা থাকবে তা পরিষ্কার করা, চ্যাম্পিয়ন রানার্সআপ দল প্রাইজমানি কত টাকা পবে তা জানানোসহ আরও কিছু দাবিনামা বাফুফেতে চিঠির মাধ্যমে পেশ করে ক্লাবগুলো। পাওনা না দিলে ফেডারেশন কাপ না খেলার পরোক্ষ হুমকিও দিয়েছিল শীর্ষ পর্যায়ের আট ক্লাব। এসবে ‘কুম্ভকুর্ণ’ বাফুফের ঘুম ভাঙ্গে। তারা ক্লাবগুলোকে পাওনা টাকা শোধ করার আশ্বাস দেয়। কিন্তু ফেডারেশন কাপ শেষ পর্যায়ে, এখনও বাফুফে তার প্রতিশ্রতি বাস্তবায়ন করেনি। আগামী ১২ জুন শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লীগ। লীগের আগে পাওনা বুঝে পেতে ছয়টি ক্লাব বৃহস্পতিবার ঢাকার একটি হোটেলে একত্রিত হয়ে এক সভা করে। সভায় বকেয়া পরিশোধের জন্য আগামী ৩০ মে পর্যন্ত বাফুফেকে সময় বেঁধে দিয়েছে ক্লাবগুলো। ৩০ মে’র মধ্যে যদি টাকা না দেয় তাহলে এরজন্য বিপিএল ক্লাবগুলোকে ক্ষতিপূরণ দিতে হবে বাফুফেকে। পাওনা টাকা পরিশোধের সঙ্গে বিপিএলে প্রাইজমানি বাড়ানোর সিদ্ধান্তও হয় আট ক্লাবের মিটিংয়ে। সেখানে সবাই একমত হন যে, চ্যাম্পিয়ন দল ৩০ লাখ, রানার্সআপ ২০ লাখ এবং তৃতীয় স্থানধারী দলকে দিতে হবে ১০ লাখ টাকা। জাতীয় ক্রীড়া পুরস্কার বিজয়ী এ্যাথলেটদের সংবর্ধনা আজ স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ এ্যাথলেটিক ফেডারেশন দেশের আটটি বিভাগে আটটি বিভাগীয় এ্যাথলেটিক এ্যাসোসিয়েশন গঠন করেছে। ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সার্বিক নিয়ন্ত্রণে থেকে এই বিভাগীয় এ্যাসোসিয়েশনসমূহ ফেডারেশনের গৃহীত কর্মসূচী বাস্তবায়নে সহায়তা দেবে। গত ২২ মে একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে ফেডারেশন এই পদক্ষেপ নেয়। রাজধানীতে ফেডারেশনের দফতরের বাইরে এই প্রথম ফেডারেশনের সংগঠনকে সম্প্রসারিত করার পদক্ষেপ নেয়া হয়েছে। আজ শুক্রবার এ্যাথলেটিক ফেডারেশন দেশে এ্যাথলেটিক্স প্রশিক্ষণের মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার উদ্দেশে একটি আধুনিক এ্যাথলেটিক্স প্রশিক্ষণ একাডেমি গঠন করার আনুষ্ঠানিক ঘোষণা দেবে। স্বাধীন বাংলাদেশের প্রথম কৃতী এ্যাথলেট এবং প্রতিথযশা ক্রীড়া সংগঠক শহীদ শেখ কামালের নামে নামকরণকৃত এই একাডেমি প্রতিষ্ঠার জন্য ফেডারেশন বিগত পাঁচ বছর যাবত চেষ্টা করে আসছিল। শুক্রবার বিকালে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার।
×