ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নতুন কোচের সন্ধানে ভারত

প্রকাশিত: ০৬:২২, ২৬ মে ২০১৭

নতুন কোচের সন্ধানে ভারত

স্পোর্টস রিপোর্টার ॥ চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই কোচশূন্য হয়ে যাবে ভারতীয় ক্রিকেট দল। বর্তমান কোচ অনিল কুম্বলের সঙ্গে চুক্তির মেয়াদ জুন পর্যন্তই। এ কারণে এবার নতুন কোচ নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। স্বংক্রিয়ভাবেই কুম্বলের জন্য সুযোগ থাকছে চুক্তি নবায়নের জন্য আবেদন করার। কিন্তু এরপরও কেউ আগ্রহী থাকলে তাদের জন্য আবেদন করার সুযোগ উন্মুক্ত করে দিয়েছে বিসিসিআই। অর্থাৎ সার্বিক বিবেচনায় কুম্বলের চেয়েও অভিজ্ঞ ও উপযুক্ত কাউকে পেয়ে গেলে তাকে ভারতের কোচ হিসেবে নিয়োগ দেয়া হতে পারে। গত বছর জুনে ভারতের কোচ হিসেবে দায়িত্ব নেন সাবেক লেগস্পিনার ও অধিনায়ক কুম্বলে। সে সময় মাত্র এক বছরের জন্য তাকে চুক্তিবদ্ধ করে বিসিসিআই। জুনের শেষেই তার মেয়াদ উত্তীর্ণ হতে যাচ্ছে। এ কারণে বিসিসিআই এখন কুম্বলের উত্তরসূরি খোঁজার পদক্ষেপ নিয়েছে। আগামী ৩১ মে পর্যন্ত আগ্রহীরা আবেদন করতে পারবেন। কুম্বলের পরিবর্তে অন্যদের সুযোগ থাকলেও কুম্বলের জন্যও সুযোগ উন্মুক্তই থাকছে চুক্তি নবায়নের। এ বিষয়ে বিসিসিআই থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির পর বর্তমান কোচ অনিল কুম্বলের সঙ্গে চুক্তির মেয়াদ সমাপ্ত হলে নতুন কোচ নিয়োগের জন্য সব পদ্ধতিগত পদক্ষেপ নেয়া হয়েছে। পরিচ্ছন্ন ও স্বচ্ছ একটি পদ্ধতি নিশ্চিতের জন্য কমিটি অব এ্যাডমিনিস্ট্রেটর (সিওএ) থেকে মনোনীত একজন পুরো বিষয়টি তদারক করবেন। এর সঙ্গে সংশ্লিষ্ট অভ্যন্তরীণ বিষয়াদি দেখার জন্য তারসঙ্গে থাকবেন ক্রিকেট উপদেষ্টা কমিটি।’ কুম্বলের অধীনে বেশ ভালই সাফল্য পেয়েছে ভারতীয় দল। তার অধীনে ৫ সিরিজের সবগুলোই জিতেছে ভারত, এর মধ্যে শীর্ষ পর্যায়ের দুই দল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াও আছে। আবেদন পাওয়ার পর উপদেষ্টা কমিটির সদস্যরা তাদের সাক্ষাতকার নেবেন। উপদেষ্টা কমিটিতে আছেন তিন সাবেক ক্রিকেটার শচীন টেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলী ও ভিভিএস লক্ষণ। গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরোপা জিতেছিল ভারতীয় দল। এবার সেটা ধরে রাখার মিশনে ইংল্যান্ড গেছে বিরাট কোহলিরা। সেই চ্যালেঞ্জে কুম্বলের পারফর্মেন্সটা তার চুক্তি নবায়নের ক্ষেত্রে প্রভাব ফেলবে বলেও ধারণা করছেন অনেকে। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের মিশন। বিসিসিআই ইতোমধ্যেই জানিয়েছে কুম্বলের গত এক বছরে যে পারফর্মেন্স তা চুলচেরা বিশ্লেষণ করা হবে। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির মতো একটি গুরুত্বপূর্ণ ইভেন্টের সময় বিসিসিআইয়ের এই পদক্ষেপ কিছুটা সমালোচনার জন্মও দিয়েছে। কুম্বলে অবশ্য কিছুদিন আগেই তার অসন্তুষ্টি জানিয়েছেন মূল্যস্ফীতির এই সাম্প্রতিক সময়ে আরও বর্ধিত পারিশ্রমিক এবং বিরাট কোহলিসহ ‘এ’ গ্রেড খেলোয়াড়দের বেতনভাতা বৃদ্ধির বিষয়ে। এ বিষয়ে এনডিটিভি দাবি করে ‘কুম্বলে কমিটিকে বলেছেন এ বিষয়ে এবং কোহলিও স্কাইপের মাধ্যমে সেই আলোচনায় যোগ দিয়ে ১৫০ ভাগ পারিশ্রমিক বৃদ্ধির দাবি জানিয়েছেন।’
×