ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

নজরুল স্মরণে ছায়ানটের নাচ গান ও কবিতা

প্রকাশিত: ০৬:০০, ২৬ মে ২০১৭

নজরুল স্মরণে ছায়ানটের নাচ গান ও কবিতা

স্টাফ রিপোর্টার ॥ বৃহস্পতিবার সন্ধ্যায় বহুমাত্রিক পরিবেশনায় স্নিগ্ধ রূপ পায় ধানম-ির ছায়ানট সংস্কৃতি ভবন। মিলনায়তনজুড়ে ভেসে বেড়িয়েছে গানের সুর, উচ্চারিত হয়েছে কবিতার শিল্পিত শব্দ, নূপূরের নিক্বণে মুদ্রার সঙ্গে অভিব্যক্তির সম্মিলনে নাচ করেছে নৃত্যশিল্পীরা। হৃদয়ছোঁয়া এমন আয়োজনের উপলক্ষ ছিল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদ্্যাপন। নজরুলজয়ন্তী উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠনটি। বুধবার থেকে সূচনা হওয়া কবির জন্মদিনের ভালবাসা জানানো এ আয়োজনের সমাপনী দিন ছিল বৃহস্পতিবার। ছায়ানটের নজরুল উৎসবের সমাপনী অনুষ্ঠানের শুরু ছোটদের গাওয়া সম্মেলক গানের সুরে। অনেক কচিকণ্ঠ বলে যায় আবহমান গ্রাম বাংলার যাপিত জীবন ও নিসর্গের রূপময়তার কথা। এক সুরে গেয়ে শোনায়Ñ সবুজ শোভার ঢেউ খেলে যায়/নবীন আমন ধানের ক্ষেতে/হেমন্তের ঐ শিশির-নাওয়া হিমেল হাওয়া/সেই নাচনে উঠলো মেতে ...। কারার ঐ লৌহ কপাট/ভেঙে ফেল র্ক্ রে লোপাট শীর্ষক নজরুসঙ্গীতের সুরে পরিবেশিত হয় সম্মেলক নৃত্য। শুক্লা পাল সেতুর গাওয়া গানের শিরোনাম ছিল ‘তোমার বিনা-তারের গীতি’। রাজিয়া সুলতানা গেয়ে শোনান ‘দাঁড়ালে দুয়ারে মোর’। সৈয়দা সন্জিদা জোহরার কণ্ঠে গীত হয় ‘যাক না নিশি’। মির্জা বুশরা ফাতিমা গেয়ে শোনান ‘পাষাণের ভাঙালে ঘুম’। অস্থির সময়ে নজরুলকে আশ্রয় করে গানে সুরে পথভ্রান্ত হওয়ার কথা বলে যান শেখর ম-ল। গেয়ে শোনানÑ মেঘে মেঘে অন্ধ অসীম আকাশ/আমারই মতো কাঁদে দিশাহারা/নয়ন পুঁতলি চাঁদে হারায়ে/হারায়ে তারি নয়ন তারা ...। অভিজিত কু-ুর কণ্ঠে গীত হয় ‘খোল নন্দের আঙিনায়’। মনীষ সরকার গেয়ে ‘আমার কোন কুলে আজ’। এছাড়াও একক কণ্ঠে নজরুলসঙ্গীত পরিবেশন করেন কল্পনা আনাম, ফারহানা আক্তার শ্যার্লি, সুমন মজুমদার, আফসানা রুনা, রাহাত আরা গীতি, মৌমিতা সরকার, সঞ্জয় কবিরাজ, ঐশ্বর্য সমাদ্দার, অমিত আচার্য, ছন্দা চক্রবর্তী প্রমুখ। নৃত্য-গীতের সঙ্গে নজরুলজয়ন্তীর আয়োজনটি প্রাণময় হয়ে ওঠে কবির রচিত কবিতা পাঠে। আবৃত্তির সঙ্গে ছিল নজরুলের সৃষ্টিসম্ভার থেকে পাঠের আসর। কবিতা আবৃত্তি ও পাঠে অংশ নেন বাচিকশিল্পী মাহিদুল ইসলাম ও কৃষ্টি হেফাজ। সম্মেলক কণ্ঠে পরিবেশিত ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ গানের শেষ হয় ছায়ানটের নজরুলজয়ন্তীর উৎসব। বিভিন্ন পরিবেশনায় সেতারে সঙ্গত করেছেন ফিরোজ খান, এস্রাজ বাজিয়েছেন অসিত বিশ্বাস, কি-বোর্ডে সুর ছড়িয়ে ইফতেখার হোসেন সোহেলম ও মন্দিরায় ছিলেন প্রদীপ কুমার রায়।
×