ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঝলক

প্রকাশিত: ০৫:৫৩, ২৬ মে ২০১৭

ঝলক

গাড়ির ভেন্ডিং মেশিন ভেন্ডিং মেশিন বর্তমান বিশ্বের গতিময় জীবনে অতি প্রয়োজনীয় একটি যন্ত্র। এর ভেতরে টাকা ফেললেই মিলবে পানীয়, খাবার এমনকি ছোটখাটো নিত্যপ্রয়োজনীয় দ্রব্য। তবে এবার আস্তো গাড়ি বিক্রির এক ব্যতিক্রম ধর্মী ভেন্ডিং মেশিন তৈরি হয়েছে সিঙ্গাপুরে। সেখানে থরে থরে সাজানো আছে গাড়ি। কাঁচে ঘেরা এই ১৫ তলা ভেন্ডিং মেশিন থেকে স্বয়ংক্রিয়ভাবে গাড়ির ডেলিভারি নিচ্ছেন ক্রেতারা। কাঁচের শোকেসে থরে থরে সাজানো গাড়ি। প্রথম দেখায় খেলনা গাড়ি মনে হয়। তবে ভুল ভাঙতে সময় লাগে না। বহুতল এই ভবনটি আসলে বিশ্বে সবচেয়ে বড় বেন্ডিং মেশিন। নাম এইমস্। বিক্রির জন্য যাতে রাখা আছে পোরশে, লেম্বার গিনি, ফেরারি, লেক্সাস এর মতো নামী দামী ব্যান্ডের গাড়ি। মেশিনে অর্থ ফেললে স্বয়ংক্রিয়ভাবে মিলবে ডেলিভারি। মাত্র ৭০০ বর্গকিলোমিটারের দেশ সিঙ্গাপুরে মানুষের টাকার অভাব নেই। তবে অভাব জায়গার। আর গাড়ির দোকানে জায়গা বাঁচানোর লক্ষ্যে অভিনব এই বেন্ডিং মেশিন তৈরি করেছেন ব্যবসায়ী গ্যারি হং। তিনি বলেন, একদিন আমি আমার ছেলের জন্য চকলেট কিনতে গিয়েছিলাম। বেন্ডিং মেশিন থেকে চকলেট নেয়ার সময় এই আইডিয়া মাথায় আসে। খুব অল্প জায়গায় এখন অনেক গাড়ি রাখা যায়। সবচেয়ে বড় কথা মানুষ এতে খুবই আকৃষ্ট হচ্ছে। চকলেটবার বা পানীয় পছন্দ করার মতোই ডিসপ্লেতে সব গাড়ি দেখতে পাবেন ক্রেতারা। বাটনে চাপ দিলেই মিনিটের মধ্যেই গাড়ি হাজির। দাম পরিশোধ করতে হবে কার্ডে। পুরো প্রক্রিয়া সম্পন্ন হয় স্বয়ংক্রিয়ভাবে। ৭০ গাড়ি একসঙ্গে প্রদর্শিত হচ্ছে ১৫ তলা ভবনে। সাধারণ পার্কিংয়ে যার জন্য জায়গা লাগত অন্তত ৫ গুণ। চালু হওয়ার পরপরই সিঙ্গাপুরে বেশ আলোড়ন তুলেছে গাড়ির বেন্ডিং মেশিন। প্রতিষ্ঠানটির বেচাকেনা বেড়েছে ৩০ শতাংশ। যুক্তরাষ্ট্রেও গাড়ি বিক্রির বেন্ডিং মেশিন তৈরি করেছে টারভানা নামের একটি প্রতিষ্ঠান। সূত্র: ওয়েবসাইট চীনের নতুন পাম ড্রোন চীন দিনে দিনে বিজ্ঞানে চরম উৎকর্ষ সাধন করছে। তারই একটি প্রমাণ সম্প্রতি পাওয়া গেছে। চীনা বিজ্ঞান এবং প্রযুক্তি উদ্ভাবনী প্রতিষ্ঠান ডিজেআই এখন পর্যন্ত সবচেয়ে ছোট ড্রোন উন্মুক্ত করেছে। আর এই ড্রোন পুরোপুরি হাতের নড়াচড়ার মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব। ২৪ মে বুধবার নিউইয়র্কে একটি ইভেন্টে এই সর্বশেষ ক্যামেরা ড্রোন উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি। দ্য স্পার্ক নামের নতুন এই ড্রোন একজন মানুষের হাতের তালুতে সহজেই রাখার মতো এবং এর ওজন এক ক্যান সোডার চাইতেও কম। এটি হাতের অঙ্গভঙ্গি, স্মার্টফোনের এ্যাপ্লিকেশন বা একটি রিমোট কন্ট্রোলের সাহায্যে নিয়ন্ত্রণ করা যেতে পারে। স্পার্ক আপনার ব্যাগের মাপসই ডিজাইন করা হয়েছে। ফলে সহজেই বহনযোগ্য। এটি অনেক ছোট খালি জায়গার মধ্য দিয়েও উড়ে যেতে পারে, যেমন লাইব্রেরি বুকসেলভের মধ্যে বা খেলার মাঠের সেটের কাছাকাছি। ছবি নেয়ার জন্য এই ড্রোনে দুটি নতুন মোড রয়েছে। বিষয়বস্তুকে ফোকাস করে ব্যাকগ্রাউন্ডকে ব্লার করা এবং অন্যটি প্যানারমা। আর এই ড্রোন দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে এবং ১০ সেকেন্ডের একটি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করাও যাবে। প্রতিষ্ঠানটি জানিয়েছে তাদের এই স্পার্ক ৯৮ ফুট উচ্চতায় উড়তে সক্ষম এবং ১৬ ফুট দূর থেকে যেকোন বাধা বুঝতে সক্ষম। ৪৯৯ মার্কিন ডলারের এই ড্রোন জুনের মাঝামাঝি থেকে বাজারে পাওয়া যাবে। সূত্র : সিএনএন
×