ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দুই দিনের ‘মহাক্যাম্পে’ রাকাবে ১০০ কোটি টাকা বকেয়া ঋণ আদায়

প্রকাশিত: ০৫:৪১, ২৬ মে ২০১৭

দুই দিনের ‘মহাক্যাম্পে’ রাকাবে ১০০ কোটি টাকা বকেয়া ঋণ আদায়

মামুন-অর-রশিদ, রাজশাহী ॥ চলতি মধুমাস উপলক্ষে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) দুই দিনের মহাক্যাম্পে এক শ’ কোটি ২১ লাখ টাকা বকেয়া ঋণ আদায় করা হয়েছে। রাকাবের সকল শাখায় একযোগে গত ২২ ও ২৩ মে এ মহাক্যাম্প অনুষ্ঠিত হয়। দুই দিনে বকেয়া ঋণ আদায়ে রাকাব রেকর্ড গড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। রাকাব সূত্র জানায়, রাকাবের সকল শাখায় গত ১৫ মে থেকে মাসব্যাপী মধুমাস উদ্যাপন ও মধুমেলা উপলক্ষে বিশেষ ঋণ আদায় কার্যক্রম শুরু হয়েছে। আগামী ১৪ জুন পর্যন্ত মধুমাস পালন করা হবে। তবে এ উপলক্ষে গত ২২ ও ২৩ মে একযোগে সকল শাখায় ঋণ আদায় মহাক্যাম্প সম্পন্ন হয়েছে। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা গাজি সালাহউদ্দিন জানান, মাত্র দুই দিনের মহাক্যাম্পে ১০০ কোটি ২১ লাখ টাকা বকেয়া ঋণ আদায় হয়েছে। এর মধ্যে ২২ মে ৬৫ কোটি ২১ লাখ টাকা এবং ২৩ মে ৩৫ কোটি টাকা বয়েকা ঋণ আদায় হয়। ঋণগ্রহীতারা স্বতঃর্স্ফূতভাবে ব্যাংকের শাখায় গিয়ে তাদের পুরাতন ঋণের টাকা পরিশোধ করেন। রাকাব সূত্র জানায়, আদায়কৃত বকেয়া ঋণের মধ্যে রাজশাহী বিভাগে ৫০ কোটি ৪২ লাখ, রংপুর বিভাগে ৪৯ কোটি টাকা ৫১ লাখ এবং স্থানীয় মুখ্য কার্যালয়ে ২৮ লাখ টাকা ঋণ আদায় করা হয়েছে। জানা গেছে, চলতি অর্থবছরে রাকবের বার্ষিক ঋণ প্রদানের লক্ষ্যমাত্রা ১৭৫০ কোটি টাকা এবং আদায়ের টার্গেট রয়েছে ১৭০০ কোটি টাকা। শুধু বিশেষ মধুমাস উপলক্ষে কাক্সিক্ষত ঋণ আদায় সম্ভব হবে। মধুমাসে রাকাব ঋণ আদায়ের লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এ ব্যাংকের মোট ঋণের পরিমাণ প্রায় ৫ হাজার কোটি টাকা। এরমধ্যে শ্রেণীকৃত ঋণের স্থিতির পরিমাণ ৮৬৪ কোটি টাকার। তবে চলতি অর্থবছরে ঋণ আদায়ের পরিমাণ ২৭০ কোটি টাকা। ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা জানান, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা এবং অক্লান্ত পরিশ্রমের ফলে এ সফলতা অর্জিত হয়েছে। শাখা পর্যায়ে ঋণ আদায় মহাক্যাম্পে রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সরকারের সাবেক সচিব মুহাম্মদ নজরুল ইসলাম নিজেও উপস্থিত থেকে ঋণগ্রহিতাদের উৎসাহ দিচ্ছেন। ফলে সন্তোষজনক সফলতা অর্জন সম্ভব হচ্ছে। এছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী ছানাউল হক, পরিচালনা পর্ষদের পরিচালক প্রফেসর ড. রুস্তম আলী আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সহকারী সচিব শেখ সিদ্দিকুর রহমানের অক্লান্ত প্রচেষ্টায় মধুমাসে ঋণ আদায় লক্ষ্যমাত্রা অতিক্রম করবে বলে জানান তিনি।
×