ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এবার খুতবায় রাজস্ব বিষয়ে আলোচনা

প্রকাশিত: ০৫:৪১, ২৬ মে ২০১৭

এবার খুতবায় রাজস্ব বিষয়ে আলোচনা

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রত্যেক মসজিদে খুতবার সময় যাতে রাজস্ব বিষয়ে আলোচনা করা হয় সেজন্য উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবদুল জলিল। তিনি বলেন, নৈতিক দায়িত্ব থেকে ধর্মীয় নেতারা রাজস্ব বিষয়ে মানুষকে সচেতন করার উদ্যোগ নিলে অন্তত ১০ লাখ মানুষকে করের আওতায় আনা যাবে। বুধবার সেগুনবাগিচার জাতীয় রাজস্ব বোর্ড সম্মেলনকক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয় ও ধর্মীয় ব্যক্তিদের সঙ্গে এক মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। আবদুল জলিল বলেন, প্রত্যেক ধর্ম রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার জন্য রাজস্ব ব্যবস্থাপনাকে সমর্থন করে। রাষ্ট্রীয় দায়িত্ব পালনে প্রতিটি ধর্মের মানুষের নিজ নিজ দায়িত্ব আছে। এনবিআর রাজস্ব সচেতনতার বুকলেট দিলে ধর্ম মন্ত্রণালয় সারাদেশে তা পৌঁছে দেবে বলেও জানান তিনি। তিনি বলেন, রাজস্ব প্রদানের বিষয়ে জনগণকে উদ্বুদ্ধ করার জন্য ইমাম প্রশিক্ষণ একাডেমিতে ইমামদের প্রশিক্ষণ দেয়ার পাশাপাশি অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের যেসব প্রশিক্ষণ একাডেমি রয়েছে সেখানেও একই ভাবে প্রশিক্ষণ দেয়া হবে। এসব ধর্মীয় নেতা পরে জনগণকে রাজস্ব সম্পর্কে সচেতন করবেন। সভায় ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেন, একটি দেশের উন্নয়নের জন্য মূল চাবিকাঠি হলো অর্থ। দেশের উন্নয়ন করতে হলে অর্থের যোগান দিয়ে এ ভিত শক্ত করতে হবে। হার কমিয়ে ভ্যাট আদায়ের পরিধি বাড়ানোর আহ্বান অর্থনৈতিক রিপোর্টার ॥ আসছে বাজেটে ভ্যাটের হার কমিয়ে এর আদায়ের পরিধি বাড়ানোর আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদ ও সাবেক অর্থ উপদেষ্টা মীর্জা আজিজুল ইসলাম। আর শিক্ষার গুণগতমান বাড়িয়ে এ খাতে থোক বরাদ্দ ও নারী উন্নয়নে টার্গেটভিত্তিক বাজেট প্রণয়নের দাবি বিশেষজ্ঞদের। আগামী বাজেটে ভ্যাটের হার ১৫ শতাংশ থেকে কমিয়ে আনা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক। আসছে বাজেটে ভ্যাটের হার, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি, দারিদ্র্য বৈষম্য হ্রাস, পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন ইস্যুতে বাজেটবিষয়ক গোলটেবিলের আয়োজন করে একটি জাতীয় দৈনিক। আলোচনার শুরুতেই বাজেট ২০১৭-১?৮ বিচার্য বিষয়সমূহ নিয়ে একটি নিবন্ধ পাঠ করেন অর্থনীতিবিদ এমএম আকাশ।
×