ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফিরছে নোকিয়া ৩৩১০

প্রকাশিত: ০৫:৩৮, ২৬ মে ২০১৭

ফিরছে নোকিয়া ৩৩১০

এখনও অনেক মানুষের কাছে নোকিয়া নস্টালজিয়া। আর সেই ফোনটা যদি ৩৩১০ হয় তাহলে আরও অনেক কথা মাথায় আসে। যুক্তরাজ্যে নতুন নোকিয়া ৩৩১০ এখন পর্যাপ্ত। সেখানে এটির মূল্য ৪৫০০ টাকা (৫£)। এ বছরের ফেব্রুয়ারিতে যখন এ ফোনটি বাজারে আনার ঘোষণা দেয়া হয়েছিল তখন ১৭ বছরের পুরনো এই ফোনটির আপগ্রেডেড ভার্সনের কারণে সমালোচনার ঝড় বইয়ে গিয়েছিল। -ইন্ডিপেন্ডেন্ট স্টার ওয়ারের ৪০ বছর চল্লিশ বছর আগে ১৯৭৭ সালের ২৫ মে হলিউডের পথ একেবারে বদলে যায়। বিখ্যাত মান’স চাইনিজ থিয়েটারসহ ৩২টি মুভি স্ক্রিনে একটি সায়েন্স ফিকশন ছোট ফিল্ম দেখানো হয়েছে। এই চলচ্চিত্রে এক সাহসী তরুণ পাইলট, উদ্যমী চোরাচালানকারী, লোমযুক্ত পোশাক পরা তার সহচর ও হারিয়ে যাওয়া রাজকুমারীর গল্প। এর ডিরেক্টর ছিলেন তুলনামূলকভাবে অপরীক্ষিত জর্জ লুকাস। -ইনকুইজিটর
×