ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মেলানিয়া ট্রাম্প ভ্যাটিকানে কেন মাথা ঢাকলেন-

প্রকাশিত: ০৫:৩৭, ২৬ মে ২০১৭

মেলানিয়া ট্রাম্প ভ্যাটিকানে কেন মাথা ঢাকলেন-

যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প বুধবার ভ্যাটিকান সফরকালীন সময়ে পোপের সঙ্গে স্বাক্ষাতকালে তার মাথা ঢেকে রাখেন। তবে কয়েকদিন আগে রক্ষণশীল দেশ সৌদি আরবের বাদশাহ্র সঙ্গে স্বাক্ষাতকালে তিনি মাথা ঢাকেননি। কেন এই পার্থক্য- এর উত্তরের মধ্যে লুকিয়ে রয়েছে ব্যক্তিগত অগ্রাধিকার, কূটনৈতিক প্রোটোকল ও ধর্মীয় নির্দেশাবলীর এক জটিল মিশ্রণ। খবর সিটিভি নিউজ অনলাইনের। ফার্স্ট লেডির মুখপাত্র স্টেফানি গ্রিসহাম জানান, ভ্যাটিকান প্রোটোকল মানটিলা অনুসরণ করে কালো লেইস দিয়ে মাথা ঢেকে রাখার সিদ্ধান্তটি নেন মেলানিয়া ট্রাম্প। মানটিলা অনুসরণ করে একজন নারীকে পোপের সঙ্গে দেখা করতে হলে সেই নারীকে দীর্ঘ পোশাক পরতে হয়। যা সাধারণভাবে কালো রংয়ের হয়ে থাকে। একইসঙ্গে মাথা ঢেকে রাখতে হয় ঘোমটার মতো করে। ভ্যাটিকানে পোশাক পরার নিয়ম কঠোরভাবে প্রয়োগ করা হয় না। উচ্চপর্যায়ের অনেক নারী পোপের সঙ্গে স্বাক্ষাত করার সময় সম্মান দেখাতে গিয়ে তাদের মাথা ঢেকে রাখেন। মেলানিয়া ট্রাম্প একজন ক্যাথলিক হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিশ্বের এক শ’ কোটিরও বেশি রোমান ক্যাথলিকের নেতা পোপের স্বাক্ষাতকে অর্থবহ করে তুলতে কাজটি করেন। অনেকে অবশ্য কাজটি করা থেকে বিরত থেকেছেন। যাদের মধ্যে জার্মান চ্যান্সেলর এ্যাঞ্জেলা মেরকেল ও মিয়ানমারের শীর্ষ বেসামরিক নেত্রী আউং সান সুচি অন্যতম। তারা পোপের সঙ্গে স্বাক্ষাতকালে মাথা ঢাকেননি। সৌদি আরবে কেন তিনি মাথা ঢাকলেন তা নিয়ে প্রশ্ন করা হলে গ্রিসহাম বলেন, ফার্স্ট লেডির মাথা হিজাব অথবা হেডস্কার্ফ দিয়ে ঢেকে রাখার বিষয়ে সরকারের পক্ষ থেকে কোন অনুরোধ করা হয়নি। এজন্য তিনি মাথা ঢেকে রাখেননি। সৌদি আরব সফরকালে ফার্স্ট লেডি রক্ষণশীল পোশাক পরেন। সে সময় তিনি লম্বা ও কালো রংয়ের প্যান্টস্যুট পরেন। যা সাধারণত সৌদি নারীরা তাদের বাড়িতে পরে থাকেন। ইভানকা ট্রাম্পও আধুনিক পোশাক পরেন। রিয়াদে মার্কিন ফার্স্ট লেডি অবশ্য মুসলমানদের পবিত্র কোন স্থাপনা বা মসজিদ সফর করেননি। যেখানে যেতে হলে মাথা ঢাকার পাশাপাশি অন্যান্য পদক্ষেপ হিসেবে জুতা খুলে প্রবেশ করতে হয়। ইসরাইলের ওয়েস্টার্ন ওয়াল পরিদর্শনের সময়ও ফার্স্ট লেডি মাথা ঢাকেননি।
×