ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অধস্তন আদালতে মামলা জট প্রায় ২৮ লাখ, এডিআরের বিকল্প নেই

প্রকাশিত: ০৫:৩৬, ২৬ মে ২০১৭

অধস্তন আদালতে মামলা জট প্রায় ২৮ লাখ, এডিআরের বিকল্প নেই

স্টাফ রিপোর্টার ॥ আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, একটি উন্নয়নশীল গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশ সাংবিধানিকভাবে ন্যায়বিচার প্রাপ্তি, অবাধ বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা করেছে। পাশাপাশি মৌলিক অধিকার, মানবাধিকার এবং আইনের দৃষ্টিতে সমতা নিশ্চিত করতে সক্ষম হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘মামলা জট নিরসনে জেলা লিগ্যাল এইড অফিসের বিকল্প বিরোধ নিষ্পত্তি কার্যক্রমের মানোন্নয়ন’ বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল রাষ্ট্রে যদি কিছু আইনী সহায়তা নিয়ে একজন দরিদ্র ও অসহায় নাগরিকের পাশে না দাঁড়ানো যায় তাহলে সাংবিধানিক সুরক্ষা তার অধিকার ও স্বাধীনতা রক্ষা করতে পুরোপুরি সমর্থ হবে না। তাই বর্তমান সরকার শুধু জনগণের বিচার প্রাপ্তি নিশ্চিত করার জন্য কাজ করছে না, একই সঙ্গে জনগণের বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করার জন্য কাজ করছে। কারণ, বর্তমান সরকার আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পাশাপাশি স্বাধীন বিচার ব্যবস্থায় বিশ্বাসী। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি খোন্দকার মূসা খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হক এবং অতিরিক্ত সচিবমোঃ মোস্তাফিজুর রহমানও বক্তব্য রাখেন। মন্ত্রী বলেন, অধস্তন আদালতে প্রায় ২৮ লাখ মামলাজট রয়েছে। এ মামলাজটের কবল থেকে বিচার ব্যবস্থাকে মুক্ত করতে হলে বিকল্প বিরোধ নিষ্পত্তির (এডিআর) কোন বিকল্প নেই। ইতোপূর্বে বিকল্প বিরোধ নিষ্পত্তিকে উৎসাহিত করে কিছু আইন প্রণয়ন করা হলেও জেলা পর্যায়ে এ বিষয়ে কাজ করার জন্য কোন অফিস না থাকায় জনগণ এসকল আইনের সুফল পাচ্ছিল না।
×