ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৩:৪৬, ২৬ মে ২০১৭

টুকরো খবর

পল্লীবিদ্যুতের লাইন স্থাপনে চাঁদা দাবি স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ খুলনা অঞ্চলের বিভিন্ন গ্রামে পল্লী বিদ্যুতের লাইন স্থাপনে চাঁদাবাজির শিকার হচ্ছেন ঠিকাদাররা। চাহিদামতো চাঁদার টাকা না দিলে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মারপিট করা হচ্ছে বলে অভিযোগ করা হচ্ছে। বৃহস্পতিবার প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ঠিকাদার কল্যাণ সমিতি যশোরের কর্মকর্তারা। লিখিত বক্তব্যে সংগঠনের আহ্বায়ক এমএ ওয়াদুদ বলেন, গত ২২ মে মণিরামপুর উপজেলার খানপুর এলাকায় নিলয় ট্রেডিংয়ের কর্মীরা বিদ্যুত লাইন সম্প্রসারণের কাজ করছিলেন। তখন স্থানীয় সন্ত্রাসীরা নক্সা অনুযায়ী কাজে বাধা দেয়; এক কর্মীর হাত ভেঙ্গে দেয়। মারপিটের শিকার হন প্রতিষ্ঠানের কর্মী তুহিন বিশ্বাস।তিনি বলেন, এর আগে গত ১০ মে মাগুরা জেলার পারপলিতা গ্রামে লাইনের কাজ করতে গিয়ে মারপিটের শিকার হন মেসার্স মির্জা আবু বকরের কর্মীরা। তাদের কাছে মোটা টাকা চাঁদা দাবি করা হয়। কিন্তু চাঁদা দিতে অস্বীকার করায় কর্মীদের ওপর দা, চাপাতি, রড নিয়ে হামলা করে সন্ত্রাসীরা। কর্ণফুলী পেপার মিল বাঁচাও দাবিতে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, রাঙ্গুনিয়া, ২৫ মে ॥ কর্ণফুলী পেপার মিল কর্তৃপক্ষের কাছে প্রায় ৪০ কোটি টাকা পাওনা ও মিল পুরোদমে চালু রাখার দাবিতে গতকাল বৃহস্পতিবার কাপ্তাই-চট্টগ্রাম সড়কের চন্দ্রঘোনা লিচুবাগানে মিলের কাঁচামাল সরবরাহকারী এ্যাসোসিয়েশনের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মিলের শ্রমিক-কর্মচারী, ঠিকাদারসহ শত শত সাধারণ মানুষ অংশ নেয়। বক্তব্য রাখেন ঠিকাদার ফরিদ আহম্মদ, জমির আহম্মদ, বাবুল বড়ুয়া, মোঃ পেয়ারুল ইসলাম, মোঃ আলী তালুকদার, মোহাম্মদ ইলিয়াছ, নুরুল আবছার চৌধুরী, মহিউদ্দিন রোকন, শাহজাহান প্রমুখ। বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ঐতিহাসিক ৬ দফা স্মারকের অন্যতম দফা ছিল কাপ্তাইয়ের চন্দ্রঘোনার পেপার মিল। এই মিলের সঙ্গে আমাদের ইতিহাস ও ঐতিহ্য জড়িত। এই মিলকে টিকিয়ে রাখতে আমরা সহায়-সম্বল বিক্রি করে দূর-দূরান্ত থেকে কাঁচামাল সংগ্রহ করে সরবরাহ করে আসছি সেই ১৯৮০ সাল থেকে। কিন্তু দুই অর্থবছর ধরে ৪০ কোটি টাকা বকেয়া বিল আটকে রেখেছে মিল কর্তৃপক্ষ। এতে করে অর্ধশত ঠিকাদারসহ প্রায় দুই লাখ শ্রমিক তাদের পরিবার-পরিজন নিয়ে অর্ধাহারে-অনাহারে দিনাতিপাত করছে। স্ত্রীকে নির্যাতন ॥ স্বামী গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ও মোহনগঞ্জ, ২৫ মে ॥ যৌতুকের জন্য স্ত্রী সাকিয়া সুলতানাকে নির্মমভাবে পিটিয়ে, শ্বাসরোধ করে এবং যৌনাঙ্গে কানের দুল ও পয়সা ঢুকিয়ে হত্যার চেষ্টার দায়ে অভিযুক্ত স্বামী জিয়াউর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে মোহনগঞ্জ থানা পুলিশ উপজেলার বড়তলি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। এদিকে ওই দিন রাতেই নির্যাতিতা সাকিয়ার বাবা একই উপজেলার পেরিরচর গ্রামের ফয়জুদ্দিন বাদী হয়ে মোহনগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। মামলায় জিয়াউর রহমানকে একমাত্র আসামি করা হয়। নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের সেবিকা শিরিন আক্তার ও স্বপ্না আক্তার জানান, সাকিয়ার গোপনাঙ্গ থেকে একটি এক টাকার কয়েন ও একটি চ্যাপ্টা কানের দুল বের করা হয়েছে। তার সারা শরীরে আঘাতের ফোলা জখম রয়েছে। হাসপাতালের আরএমও ডাঃ মোস্তাফিজুর রহমান বলেন, বর্তমানে সে শঙ্কামুক্ত। তাকে উন্নত চিকিৎসা দেয়া হয়েছে। তবে স্বাভাবিক অবস্থায় ফিরতে তার সময় লাগবে। রাবি শিক্ষার্থীকে পেটাল পুলিশ রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের এক সদস্যের বিরুদ্ধে শিক্ষার্থীকে পেটানোর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের মতিহার হলে এ ঘটনা ঘটে। মারধরের শিকার রফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। অভিযুক্ত শফিকুল ইসলাম মতিহার হলে নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত পুলিশ সদস্য। প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সকালে রফিকুল ইসলাম বোনসহ হলের গেটে অপেক্ষা করছিলেন। এ সময় হলের গেটে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্য শফিকুল ইসলাম সিগারেট জ্বালায়। এতে তার বোনের অসুবিধা হওয়ায় ওই পুলিশ সদস্যকে দূরে গিয়ে সিগারেট খেতে অনুরোধ করেন রফিকুল। এতেই ক্ষিপ্ত হয়ে ওই শিক্ষার্থীর ওপর চড়াও হন শফিকুল। রফিকুল ইসলাম বলেন, ওই পুলিশ সদস্য আমাকে তার রাইফেলের বাঁট দিয়ে আঘাত করেন। পরে আবার বলেন, ‘তোর কোন বাপ আছে তাকে ডেকে নিয়ে আয়। না হলে বুকের ওপর বুট তুলে দেব।’ পরে আমি আমার হলের বড় ভাইদের ডেকে নিয়ে আসি। পরে প্রক্টর স্যারও আসেন। এদিকে, সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দফতরে অভিযুক্ত পুলিশ সদস্যকে ডেকে নেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মজিবুল হক আজাদ। পুলিশের উর্ধতন কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত ওই বৈঠকে শফিকুল ইসলাম অভিযোগ স্বীকার করে ক্ষমা চান। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। ক্ষতিগ্রস্তদের অনুদান নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৫ মে ॥ বৃহস্পতিবার বেলা ১১টায় নওগাঁর সাপাহারে ২০১৬-১৭ অর্থবছরের অতিরিক্ত কোটার বয়স্ক, বিধবা ও অসচ্ছল প্রতিবন্ধী ভাতা ও সমাজকল্যাণ পরিষদ হতে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে ১৩৭ জনের মাঝে ৭ লাখ ৫ হাজার ২শ’ টাকা বিতরণ করেন সাধন চন্দ্র মজুমদার এমপি। উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াহেদ আলী মাস্টারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেনÑ উপজেলা চেয়ারম্যান শামসুল আলম শাহ চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওমর আলী, থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ, উপজেলা সমাজসেবা অফিসার রেজওয়ানুল হক, সদর ইউপি চেয়ারম্যান আকবর আলী প্রমুখ। দ্রব্যমূল্যের উর্ধগতি রোধে অবস্থান কর্মসূচী স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্যের উর্ধগতি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহের দাবিতে হারিকেন, ল্যাম্প, মোমবাতি, টর্চলাইট, চার্জলাইট নিয়ে প্রতীকী অবস্থান কর্মসূচী পালন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় সিলেট মহানগরীর জিন্দাবাজার পয়েন্টে বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থার উদ্যোগে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। প্রতীকী অবস্থান কর্মসূচীতে বক্তারা বলেন, গুটিকয়েক অসাধু ব্যবসায়ীর কারণে হঠাৎ দ্রব্যের দাম বেড়ে যায়, যা অত্যন্ত দুঃখজনক। পবিত্র রমজান মাস আসন্ন। এ সময়ে সব ধরনের ভোগ্যপণ্যের চাহিদা অন্যান্য সময়ের তুলনায় বেড়ে যায়। এই পবিত্র সময়কে উপলক্ষ করে সুনির্দিষ্ট অসাধু কালোবাজারি ভোগ্যপণ্য গুদামজাত করে দাম বাড়িয়ে দেয়, যা ক্রেতাদের ক্রয়ক্ষমতার বাইরে চলে যায়।
×