ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রেমিক-প্রেমিকার এক রশিতেই আত্মহত্যা

প্রকাশিত: ০৩:৪৫, ২৬ মে ২০১৭

প্রেমিক-প্রেমিকার এক রশিতেই আত্মহত্যা

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ বিরল উপজেলা পল্লীতে একই সঙ্গে একই রশিতে ফাঁস দিয়ে প্রেমিক-প্রেমিকা আত্মহত্যা করেছে। দুজনে ভিন্ন ধর্মের হওয়ায় সামাজিকভাবে প্রেমের স্বীকৃতি না পাওয়ার কারণেই এরা আত্মহত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পুলিশ দুজনের ঝুলন্ত লাশ উদ্ধার করে। নিহতরা হলো- বিরল উপজেলার সাকোইর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে রাকিব বাবু (১৬) এবং একই উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত হরিপদ পালের মেয়ে পূর্ণিমা রানী পাল (১৫)। রাকিব বাবু বিরল উপজেলার রঘুপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখার দশম শ্রেণীর ছাত্র এবং পূর্ণিমা রানী একই বিদ্যালয়ের ভোকেশনাল শাখার নবম শ্রেণীর ছাত্রী। জানা যায়, একই বিদ্যালয়ের শিক্ষার্থী হওয়ার সুবাদে গত তিন বছর ধরে প্রেম চলছিল পূর্ণিমা ও রাকিব বাবুর। তাদের সম্পর্কের বিষয়টি ফাঁস হয়ে পড়লে দু’জন দু-ধর্মের হওয়ায় পারিবারিকভাবে তাদের শাসন করা হয়। এক পর্যায়ে বুধবার বিকেলে স্কুল ছুটির পর দুজনই উধাও হয়ে যায়। রাতে অনেক খোঁজাখুঁজির পরও তাদের পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে বিরল উপজেলার সাকোইর গ্রামের ফুলদিঘী নামক স্থানে বাঁশঝাড়ের কাছে একটি আম গাছে একসঙ্গে একই রশিতে দুজনের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে এলাকাবাসী। এদিকে একই দিন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ইমরান হোসেন (২২) নামে একজনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১টায় ওসমানপুর বাজার এলাকায় কম্পিউটার প্রশিক্ষণ সেন্টারে বৈদ্যুতিক পাখার সঙ্গে গামছা বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। ইমরান হোসেন ঘোড়াঘাট পৌর শহরের চক বামুনিয়া বিশ্বনাথপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে। ডাঃ মকবুল বগুড়া জেলা পরিষদ চেয়ারম্যান স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বৃহস্পতিবার বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ডাঃ মকবুল হোসেন বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য, মামলা সংক্রান্ত জটিলতায় দীর্ঘদিন ধরে বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান পদের ভোটগ্রহণ ঝুলে ছিল।
×