ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফেরি দাবিতে বিষখালীর দুই তীরে মানববন্ধন

প্রকাশিত: ০৩:৪৪, ২৬ মে ২০১৭

ফেরি দাবিতে বিষখালীর দুই তীরে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ বরগুনা জেলার বামনা-বদনীখালীর বিষখালী নদীতে ফেরি সার্ভিস চালুর দাবিতে বৃহস্পতিবার নদীর দুই তীরে একযোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বামনা-বদনীখালী ফেরি চাই সংগ্রাম পরিষদ ও বামনা প্রেসক্লাবের যৌথ উদ্যোগে এ কর্মসূচী পালন করা হয়। বামনা লঞ্চঘাটের নদীতীরে প্রথম মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বামনা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ সমাজের প্রায় সর্বস্তরের জনগণ অংশ নেন। এ সময় বামনা-বদনীখালী ফেরি চাই সংগ্রাম পরিষদের আহ্বায়ক ওবায়দুল কবীর আকন্দ দুলালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেনÑ সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ সৈয়দ মানজুরুর রব মুতর্যা আহসান, বামনা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চৌধুরী মোঃ কামরুজ্জামান সগীর প্রমুখ। অপরদিকে বেতাগীর বদনীখালী বন্দরের বিষখালী নদীতীরে অপর মানববন্ধন ও সমাবেশে স্থানীয় জনসাধারণ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ গ্রামবাসী অংশ নেন। ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য দেনÑ বুড়ামজুমদার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক ইউনুস আলী ইলিয়াস, সাংগঠনিক সম্পাদক বিপ্লব কুমার হাওলাদার, খলিলুর রহমান, যুবলীগ সভাপতি নাসির উদ্দিন প্রমুখ মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, বামনা-বেতাগী একই সংসদীয় আসন হলেও যোগাযোগ বিচ্ছিন্ন জনপদ। যুগ যুগ ধরে অবহেলিত থাকার কারণে এ জনপদে সড়ক যোগাযোগে চরম বিপর্যস্ত অবস্থা বিরাজ করছে। বিষখালী নদীর বামনা ও বেতাগী পয়েন্টে ফেরি না থাকার ফলে বরগুনা জেলাসহ বৃহত্তর পটুয়াখালীর সঙ্গে সড়কপথে চলাচলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন এ জনপদের মানুষ। ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের দুবলা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে জামাল মিয়া (৫৫) নিহত ও ১৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। জানা গেছে, দীর্ঘদিন ধরে দুবলা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে রাহাত ও রউফের মধ্যে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরেই বৃহস্পতিবার দুপুরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
×