ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে রাব্বির জামিন মঞ্জুর ॥ প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশিত: ০৩:৪৪, ২৬ মে ২০১৭

নারায়ণগঞ্জে রাব্বির জামিন মঞ্জুর ॥ প্রতিবাদে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাত, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিষয়ে কটূক্তির অভিযোগ এনে হেফাজত ইসলামের জেলার সমন্বয়ক ফেরদাউসুর রহমান দায়ের করা মামলায় সাং¯ৃ‹তিক ব্যক্তিত্ব সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও নিহত তানভীর মোহাম্মদ ত্বকীর বাবা রফিউর রাব্বির জামিন দিয়েছে আদালত। আগামী ৪ জুন এ মামলার পরবর্তী তারিখের দিন ধার্য করেন আদালত। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মেহেদী হাসানের আদালতে হাজির হয়ে জামিন আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন। এর আগে সকাল থেকে হেফাজতে ইসলামী ও ছাত্রলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা আদালতপাড়ায় ভিড় করেন। তারা রফিউর রাব্বির বিরুদ্ধে মিছিল বের করেন। এ সময় তারা রফিউর রাব্বির ফাঁসি দাবি জানিয়ে বিভিন্ন সেøাগান দিতে থাকে। উল্লেখ্য, ১৯ এপ্রিল নগরীর চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রুতি সাংস্কৃতিক একাডেমির ২৫ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে ধর্মীয় অনুভূতিতে আঘাত, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিষয়ে কটূক্তির অভিযোগ এনে রাব্বির বিরুদ্ধে হেফাজতে ইসলাম জেলা কমিটির সমন্বয়ক মাওলানা ফেরদাউসুর রহমান আদালতে মামলা দায়ের করেন। সাতক্ষীরায় পাঁচ স্বর্ণের বারসহ আটক স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতে পাচারকালে ৫টি স্বর্ণের বার (৫০ ভরি) সোনাসহ উজ্জ্ব¡ল হোসেন নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি সদস্যরা। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে কলারোয়ারা উপজেলার চারাবাড়ি সীমান্তের মেইন পিলার ১৩ ও সাব পিলার ৩-এর কাছে সোনাইনদীসংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক উজ্জ্বল হোসেন কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের ইসমাঈল হোসেনের ছেলে। ছাত্রী হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার, ২৫ মে ॥ রাজনগরে কলেজছাত্রী শাম্মীর হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন পালন করেছের শিক্ষক-শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার সদর হাসপাতালের সামনে সৈয়দ আব্দুল মালিক উচ্চ বিদ্যালয় ও স্টাডি কেয়ার একাডেমির শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন পালন করেন। ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে তারা হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন। উল্লেখ্য, ১৯ মে তারাপাশা উচ্চ বিদ্যালয় ও কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী শাম্মীকে ধর্ষণের পর হত্যা করা হয়।
×