ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডোমারে বনায়নের গাছ কেটে নিচ্ছে প্রভাবশালীরা

প্রকাশিত: ০৩:৪৩, ২৬ মে ২০১৭

ডোমারে বনায়নের গাছ কেটে নিচ্ছে প্রভাবশালীরা

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ প্রকাশ্যে ইউনিয়ন পরিষদের মাধ্যমে সামাজিক বনায়নের গাছ কেটে নিয়ে যাচ্ছে এক শ্রেণীর প্রভাবশালী। ডোমার উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের বেতগাড়া নতুন বাজার হতে শুরু করে মিস্ত্রিপাড়া সড়কে এ গাছ কাটার ঘটনা ঘটছে। স্থানীয় সূত্র জানায়, আট বছর আগে সড়কে বনায়ন করে বন বিভাগ। ইউক্যালিপটাস ও নিম গাছগুলো অনেক বড় হয়ে গেছে। বৃহস্পতিবার সড়কের বেতগাড়া দক্ষিণপাড়া গ্রামের অংশে সড়কের দুই পাশে লাগানো বেশকিছু গাছ কেটে ফেলা হয়েছে। এছাড়া একটি গাছের গোড়ার কিছু অংশ কেটে নিয়ে যাওয়া হচ্ছে। কাটা গাছ বহনকারী ভ্যানচালক নাম প্রকাশ না করার শর্তে বলেন, এলাকার প্রভাবশালী আলমগীর হোসেন ও আবুল কালাম গাছগুলো বিক্রি করেছে। গাছ ক্রয়কারী খিতিশ মিস্ত্রির সঙ্গে এ ব্যাপারে কথা বলে গাছ কর্তনের কোন অনুমতির কাগজ আছে কিনা- জানতে চাইলে তিনি বলেন, কাগজ নেই তবে মৌখিকভাবে ইউপি চেয়ারম্যানকে বলা হয়েছে। এলাকার বাসিন্দা সিরাজ বলেন, সড়কের অনেক গাছ এভাবে কেটে নিয়ে যাওয়া হচ্ছে। প্রতিবাদ করতে গেলে বলে নিলামে ক্রয় করেছে। কিন্তু নিলামের কোন কাগজ দেখাতে পারে না। এ বিষয়ে জোড়াবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসান জানান, গাছ কাটার বিষয়টি আমার জানা নেই। সাভারে দুই বাড়িতে ডাকাতি নিজস্ব সংবাদদাতা, সাভার, ২৫ মে ॥ এক রাতে দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। জানা গেছে, বুধবার রাত সাড়ে তিনটার দিকে পৌর এলাকার রাজাশন মহল্লায় ব্যবসায়ী রেজাউল করিমের তিনতলা বাড়ির নিচতলার ফ্ল্যাটের দরজা ভেঙ্গে ৮ সদস্যের একটি ডাকাতদল ভেতরে প্রবেশ করে। এরপর ডাকাতরা বাড়ির সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে এবং আলমারি ভেঙ্গে ২ লাখ টাকা, ৫ ভরির স্বর্ণালঙ্কার, ১টি ক্যামেরাসহ অনুমান ৫ লাখ টাকার মাল লুট করে। বাধা দিতে গেলে ডাকাতরা রেজাউল ও তার স্ত্রী সুফিয়া আক্তারকে পিটিয়ে আহত করে। এরপর ডাকাতরা ওই বাড়ির ফ্রিজ থেকে ফলমূল ও রান্না করা খাবার খেয়ে ফজরের আজান দিলে কৌশলে বাড়ি থেকে চলে যায়।
×