ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মোরেলগঞ্জে সেই শিক্ষক সাময়িক বরখাস্ত

প্রকাশিত: ০৩:৪১, ২৬ মে ২০১৭

মোরেলগঞ্জে সেই শিক্ষক সাময়িক বরখাস্ত

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মোরেলগঞ্জ উপজেলার এসপি রাশিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণীর ছাত্রীকে বিদ্যালয় থেকে অন্যায়ভাবে বহিষ্কার এবং অপর এক ছাত্রকে পিটিয়ে অজ্ঞান করার ঘটনায় শিক্ষক সমির রঞ্জন হালদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে সাত দিনের সময় দিয়ে কারণ দর্শানোর নেটিসও দেয়া হয়েছে। বিদ্যালয় পরিচালনা পরিষদের জরুরী সভার সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল ইসলাম তা বাস্তবায়ন করেন। পরিচালনা পরিষদের সদস্য ইউপি চেয়ারম্যান মাস্টার আবুল খায়ের জানান, জরুরী সভায় অভিযুক্ত শিক্ষক সমির রঞ্জন অপরাধ স্বীকার করে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। ভবিষ্যতে আর এমন ভুল করবেন না বলেও অঙ্গীকার করলে অভিভাবক ও শিক্ষার্থীরা অনেকটা শান্ত হন। এদিকে হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র জয় ম-ল বাড়িতে ফিরেছে। তবে শাসনের নামে বিদ্যালয় থেকে বের করে দেয়া ওই মেধাবী ছাত্রীটি আজও বিদ্যালয়ে ফেরেনি। উল্লেখ্য, গত রবিবার শ্রেণীকক্ষে সহপাঠিনীর সঙ্গে অসদাচরণের অভিযোগে ছাত্র জয় ম-লকে পিটিয়ে গুরুতর আহত করেন শিক্ষক সমির রঞ্জন। একই দিনে শাসনের নামে ১০ম শ্রেণীর এক ছাত্রীকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। শিক্ষার মানোন্নয়নে প্রশিক্ষণ উচ্চশিক্ষার মানোন্নয়নে ফাউন্ডেশন ফর লার্নিং, টিচিং এ্যান্ড রিসার্চ (এফএলটিআর) আয়োজিত তিন দিনব্যপী ‘টিচিং ফর এ্যাক্টিভ লার্নিং (২য় ব্যাচ)’ শীর্ষক এক সার্টিফিকেট কোর্স সম্পন্ন হয়েছে। ইউআইইউ ক্যাম্পাসে ১৮-২০ মে পর্যন্ত অনুষ্ঠিত এ কোর্সে দেশের ২১টি (পাঁচটি পাবলিক ও ১৬টি প্রাইভেট) বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অংশগ্রহণ করেন। গ্রীন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. গোলাম সামদানী ফকির কর্মশালার কোর্স পরিচালক ও মুখ্য ফ্যাসিলিটেটরের দায়িত্ব পালন করেন। ইউআইইউ উপাচার্য অধ্যাপক ড. এম রিজওয়ান খানের সভাপতিত্বে কর্মশালার সমাপনী অনুষ্ঠানে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর ডেভিড মেনার্ড, যুক্তরাষ্ট্র দূতাবাসের সংস্কৃতি বিশেষজ্ঞ শাহীন খান, ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য সৈয়দ সাদ আনদালিব, ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. ইমরান রহমান, ড্যাফোডিল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ এম ইসলাম উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি
×