ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাংবাদিক শিমুল হত্যা মামলায় মেয়র মিরুর জামিন হয়নি

প্রকাশিত: ০৮:৩৯, ২৫ মে ২০১৭

সাংবাদিক শিমুল হত্যা মামলায় মেয়র মিরুর জামিন হয়নি

স্টাফ রিপোর্টার ॥ সমকালের শাহজাদপুরের প্রতিনিধি আবদুল হাকিম শিমুল হত্যা মামলার চার্জশীটভুক্ত প্রধান আসামি মেয়র হালিমুল হক মিরুর জামিন মেলেনি হাইকোর্টে। বুধবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মিরুকে জামিন না দিয়ে আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেন। অন্যদিকে অর্থ পাচার মামলায় একুশে টেলিভিশনের সাবেক চেয়ারম্যান আবদুস সালামকে স্থায়ী জামিন দিয়েছেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি শহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। একই আদালতে দুর্নীতি মামলায় আগাম জামিন পেয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র এম এ মান্নান। বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চে সাংবাদিক শিমুল হত্যা মামলার চার্জশীটভুক্ত প্রধান আসামি মেয়র হালিমুল হক মিরুর জামিন সংক্রান্ত রুলের রায়ের জন্য নির্ধারিত দিন ছিল বুধবার। উভয় পক্ষের শুনানি শেষে আদালত রায়ের জন্য এই দিন ঠিক করেছিলেন। তবে এই মামলায় মিরুকে জামিন দেয়া হবে না বলে আদালত সিদ্ধান্ত জানালে আসামিপক্ষের আইনজীবীর আবেদনে মামলাটি কার্যতালিকা থেকে বাদ দেয় হাইকোর্ট। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট শ ম রেজাউল করিম। অন্যদিকে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেনÑ ডেপুটি এ্যাটর্নি জেনারেল ড. মোঃ বশিরউল্লাহ এবং সহকারী এ্যাটর্নি জেনারেল ইয়াদিয়া জামান। ইটিভির সালামের স্থায়ী জামিন অর্থ পাচারের অভিযোগে দায়ের করা একটি মামলায় একুশে টেলিভিশনের সাবেক চেয়ারম্যান আবদুস সালামকে স্থায়ী জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি শহিদুল করিম এর সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ তার জামিন প্রশ্নে ইতোপূর্বে দেয়া রুল নিষ্পত্তি করে বুধবার এ রায় দেন। আদালতে দুদকের পক্ষে ছিলেন মোঃ খুরশিদ আলম খান, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল ফরহাদ হোসেন। গাজীপুরের মেয়র মান্নানের আগাম জামিন দুর্নীতির মামলায় গাজীপুরের মেয়র অধ্যাপক এম এ মান্নানকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। আদালতে হাজির হয়ে এম এ মান্নানের করা জামিন আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেন।
×