ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাথায় ধরে চুলে টান দিতে মিলল ১৩ সোনার বার

প্রকাশিত: ০৮:৩৬, ২৫ মে ২০১৭

মাথায় ধরে চুলে টান দিতে মিলল ১৩ সোনার বার

স্টাফ রিপোর্টার ॥ সোনা পাচারের একটা কৌশল বোধহয় বাকি ছিল। সেটা হলো- পরচুলা। এবার এ কৌশলটাও প্রয়োগ করেছিলেন আমিনুল হক। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। পরচুলা দেখেই শুল্ক কর্মকর্তারা কৌতূহলী হয়ে তাকে থামালেন। কেন এত প্রচ- গরমে এভাবে মাথায় পরচুলা লাগালেন? এই এক প্রশ্নেই ঘাবড়ে যান আমিনুল। আর তাতেই যেন মওকা পেয়ে গেলেন শুল্ক কর্মকর্তারা। মাথায় ধরে চুলে টান দিতেই বেরিয়ে আসে সোনার একাধিক বার। যা অবিশ্বাস্য ঠেকেছে তাদের কাছেও। কিভাবে এত সূক্ষ্ম কৌশলে পরচুলার নিচে এতগুলো বার লুকানো সম্ভব? বুধবার হযরত শাহজালাল (র) আন্তর্জাতিক বিমানবন্দরে মোঃ আমিনুল হক (৪৫) নামে এই যাত্রীর পরচুলা থেকে দেড় কেজি ওজনের ১৩ স্বর্ণের বার উদ্ধার করার পর অবিশ্বাস্য এ কৌশল সম্পর্কে শুল্ক কর্তারা নিজেদের প্রয়োজনেই জানতে চান। আমিনুল হক জানান, তিনি বিদেশে বসে প্রায়ই টিভিতে দেখতেন সোনা পাচারের নানা কাহিনী। পেটের ভেতর, গুহ্যদ্বার, গোপনাঙ্গ ও অন্যান্য স্পর্শকাতর অঙ্গে লুকিয়ে সোনা পাচারের কাহিনী ধরা পড়ে যায়। এতে লোকজন বিস্মিত হয়। সব কৌশল যখন ধরা পড়ে গেছে- তখন তার কাছে মনে হয়েছে পরচুলার কৌশলটাই বাকি ছিল।
×