ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাষ্ট্রপতির কাছে আইন কমিশনের রিপোর্ট পেশ

প্রকাশিত: ০৮:২৮, ২৫ মে ২০১৭

রাষ্ট্রপতির কাছে আইন কমিশনের রিপোর্ট পেশ

বুধবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের কাছে আইন কমিশনের বার্ষিক রিপোর্ট-২০১৬ পেশ করা হয়েছে। রাষ্ট্রপতির প্রেস সচিব জানান, আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল আবদুল হামিদের কাছে এ রিপোর্ট পেশ করেন। খবর বাসসর। বিচারপতি খায়রুল হক কমিশনের সার্বিক কর্মকা- এবং ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি কমিশনের কর্মকা-ের প্রশংসা করেন এবং ভবিষ্যতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। রাষ্ট্রপতি বলেন, নতুন আইন বাস্তবায়নে কমিশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য প্রতিনিধিদলের প্রতি আহ্বান জানান। এ সময় অন্যান্যের মধ্যে আইন কমিশনের সদস্য বিচারপতি এটিএম ফজলে কবির এবং রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।
×