ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিএসএমএমইউর কিডনি ওয়ার্ডে সার্বক্ষণিক অক্সিজেন ও এসি উদ্বোধন

প্রকাশিত: ০৮:২৫, ২৫ মে ২০১৭

বিএসএমএমইউর কিডনি ওয়ার্ডে সার্বক্ষণিক অক্সিজেন ও এসি উদ্বোধন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডি ব্লকের ৩য় তলায় বুধবার সকাল ১০টায় শিশু নেফ্রোলজি (কিডনি) ওয়ার্ডে সার্বক্ষণিক অক্সিজেন সরবরাহ ও শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান। এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ডাঃ মোঃ আলী আসগর মোড়ল, সিন্ডিকেট মেম্বার অধ্যাপক ডাঃ হারিসুল হক, শিশু কিডনি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মোঃ হাবিবুর রহমান, অধ্যাপক ডাঃ গোলাম মাঈনউদ্দিন, অধ্যাপক ডাঃ রঞ্জিত রঞ্জন রায় উপস্থিত ছিলেন। প্রতিবাদ সভা বুধবার বেলা ১১টায় ডাঃ মিল্টন হলে বিএসএমএমইউ শিক্ষক সমিতির উদ্যোগে ঢাকার সেন্ট্রাল হাসপাতালসহ সারাদেশে চিকিৎসকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএসএমএমইউর ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া। সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান, অধ্যাপক ডাঃ শহীদুল্লাহ সিকদার ছাড়াও শিক্ষক সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। Ñবিজ্ঞপ্তি
×