ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রেইন ট্রিতে ধর্ষিত দুই তরুণীর ৩ বান্ধবীকে তলব করেছে ডিবি

প্রকাশিত: ০৮:২৩, ২৫ মে ২০১৭

রেইন ট্রিতে ধর্ষিত দুই তরুণীর ৩ বান্ধবীকে তলব করেছে ডিবি

স্টাফ রিপোর্টার ॥ হোটেল রেইন ট্রিতে ধর্ষণের শিকার দুই তরুণীর আরও তিন বান্ধবীকে তলব করেছে তদন্তকারী সংস্থা ডিবি। ঘটনার রাতে প্রত্যক্ষদর্শী হিসেবে ওই তিন তরুণীকে জিজ্ঞাসাবাদ করা হলে অনেক রহস্যের উন্মোচন ঘটবে বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা। এদিকে আজ বৃহস্পতিবার বনানী থানার ওসি ফরমান আলীকে মানবাধিকার কমিশন তলব করা হলেও এ বিষয়ে কোন সিদ্ধান্ত এখনও দেয়া হয়নি মহানগর পুলিশ কমিশনার দফতর থেকে। এ অবস্থায় ওসি ফরমান আলী মানবাধিকার কমিশনে হাজির হবেন কিনা এখনও অনিশ্চিত। চাঞ্চল্যকর এই ঘটনায় আপন জুয়েলার্স থেকে বিপুল পরিমাণ সোনা জব্দ করার ঘটনায় নতুন করে প্রশ্ন তুলেছে একটি মহল। এ বিষয়ে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান জনকণ্ঠকে বলেন, কোন প্রশ্ন ওঠার সুযোগ নেই। যা করা হয়েছে সবই সাংবাদিকদের উপস্থিতিতে স্বচ্ছতার ভিত্তিতেই করা হয়েছে। এটা নিশ্চিত করে বলতে পারি, সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতেই আপন জুয়েলার্সের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। তাদের বিরুদ্ধে রয়েছে সোনা চোরাচালানসহ নানা অভিযোগ। একই বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ বলেন, ‘আপন জুয়েলার্সের অভিযান শুল্ক গোয়েন্দা অধিদফতরের অব্যাহত প্রক্রিয়ার একটি অংশ। কেউ মামলায় পড়েছে বলেই তারা তৎপর হয়েছে- এটা আমি মনে করি না। তবে একটি চমকপ্রদ কাহিনী তৈরির কিছুদিন পর আর কোন খোঁজ পাওয়া যায় না। এ ধরনের বিষয়গুলো সবসময় ফলোআপ থাকা প্রয়োজন। শুধু আপন জুয়েলার্সের বিরুদ্ধে কেন অভিযান চালানো হচ্ছে, অন্যদের বিরুদ্ধে নয় কেন এমন প্রশ্নের জবাবে ড. মইনুল খান বলেন, ‘ঢালাওভাবে কোন অভিযান শুল্ক গোয়েন্দা অধিদফতর চালাবে না।
×