ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

৭০-এ কান চলচ্চিত্র উৎসব

প্রকাশিত: ০৬:৪০, ২৫ মে ২০১৭

৭০-এ কান চলচ্চিত্র উৎসব

কান চলচ্চিত্র উৎসব পৃথিবীর অন্যতম প্রাচীন এবং প্রভাবশালী চলচ্চিত্র উৎসব। ভেনিস চলচ্চিত্র উৎসব এবং বার্লিন চলচ্চিত্র উৎসবের সঙ্গে কানকেও সবচেয়ে প্রভাবশালী এবং মর্যাদাপূর্ণ উৎসবের সম্মান দেয়া হয়। ১৯৪৬ সাল থেকে প্রতিবছর এই উৎসব পালিত হয়ে আসছে। এবারে অনুষ্ঠিত হচ্ছে এর ৭০তম আয়োজন। ফ্রান্সের গ্রান্ড থিয়েটার লুমিয়েরেই গত ১৭ মে বুধবার বাংলাদেশ সময় রাত ১১টায় নাচ এবং গানের মাধ্যমে কান উৎসবের ৭০তম আসরে পর্দা ওঠে। মূল উৎসব হবে কানের ভুলেভার্ড দে লা ক্রোয়েসেটে। উৎসব আয়োজনে রয়েছে লালগালিচা, চলচ্চিত্র প্রদর্শনী ও জমকালো পার্টি। বিশ্বের চলচ্চিত্র জগতের নামকরা তারকাদের ভিড় এখন সেখানেই। চলচ্চিত্রের এই মহা উৎসবে চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি বিশেষ গুরুত্ব পায় উৎসবের লালগালিচায় তারকাদের পোশাকের প্রচারণা। ১২ দিনব্যাপী এই উৎসবের সমাপ্তি হবে ২৮ মে। বাণিজ্য নয়, শিল্পের মানদণ্ডে উত্তীর্ণ হওয়াটাই সেখানে আসল পরীক্ষা। ফ্রেঞ্চ রিভিয়েরা যখন জমতে শুরু করেছে তারকাদের ভিড়, তখন সিনেমাপ্রেমীদের চোখ উৎসবে দেখানোর জন্য নির্বাচিত হওয়া সিনেমাগুলোর দিকে। কোন সিনেমা জিতবে স্বর্ণপাম; কোনটিই বা জন্ম দেবে নতুন কোন আলোচনার? এবারের কান উৎসবের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের উপস্থাপনা করবেন জনপ্রিয় অভিনেত্রী মনিকা বেলুচ্চি। এর আগে ২০০৩ সালেও মনিকা এই দায়িত্ব পালন করেছিলেন। এ ছাড়া ২০০৬ সালে মনিকা বেলুচ্চি মূল প্রতিযোগিতা বিভাগের বিচারকদের প্যানেলে ছিলেন। এবার প্রতিযোগিতা বিভাগের বিচারকদের সভাপতি হয়েছেন স্প্যানিশ নির্মাতা পেড্রো আলমোডোভার। অস্ট্রেলীয় পরিচালক, চিত্রনাট্যকার ও প্রযোজক জর্জ মিলারের নেতৃত্বে বিচারকের দায়িত্ব পালন করবেন উইল স্মিথ, জেসিকা চ্যাস্টেইন, ফ্যান বিংবিং, ফরাসী অভিনেত্রী এ্যাগনেস জাউই, ইতালিয়ান নির্মাতা পাওলো সোরেন্তিনো, দক্ষিণ কোরীয় চলচ্চিত্রকার পার্ক চ্যান-উক, জার্মান নির্মাতা মারেন আদে ও অস্কারজয়ী ফরাসী সঙ্গীত পরিচালক গ্যাব্রিয়েল ইয়ারেদ। ১২ দিনের এ উৎসবে এ বছর প্রতিযোগিতা বিভাগে আছে ১৯টি ছবি। এগুলো হলোÑ ওকজা (যুক্তরাষ্ট্র, পরিচালক : বং জোন-হো), ইউ ওয়্যার নেভার রিয়েলি হিয়ার (যুক্তরাজ্য, পরিচালক : লিন রামসে), ‘লাভলেস’ (নির্মাতা-আন্দ্রেই জিভিয়াজিন্তসেভ, ফ্রান্স), দ্য কিলিং অব এ্যা স্যাক্রেড ডিয়ার (যুক্তরাষ্ট্র, পরিচালক : ইওর্গেস লানথিমস), এ্যা জেন্টেল ক্রিয়েচার (ফ্রান্স, পরিচালক : সের্গেই লোজনিৎসা), দ্য মেয়ারোউইৎজ স্টোরিস (ফ্রান্স, পরিচালক : নোয়া বামব্যাচ), দ্য ডাবল লাভার (ফ্রান্স, পরিচালক : ফ্রাঁসোয়া ওজোন), রদাঁ (ফ্রান্স, পরিচালক : জ্যাক দোয়াইও) এবং দ্য স্কয়ার (সুইডেন, পরিচালক : এর বেন আস্টলান্ড)। এ ছাড়াও অফিসিয়াল সিলেকশনের বিভাগ ‘আঁ সার্তেন রিগার্দ’-এ রয়েছে ১৭টি ছবি। বিশেষ প্রদর্শনী বিভাগে এবার আছে ১০টি ছবি। এর বাইরেও ‘আউট অব কম্পিটিশন’ নামের আরেকটি বিভাগ রয়েছে। পাশাপাশি কান ক্ল্যাসিকস’ বিভাগে আছে ২৮টি ছবি। বাংলাদেশের নির্মাতা জসীম আহমেদের চলচ্চিত্র ‘দাগ’ ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবের ৭০তম আসরের জন্য স্বল্পদৈর্ঘ্য বিভাগে নির্বাচিত হয়েছে। মহান স্বাধীনতা যুদ্ধের পটভূমিতে ছবিটি নির্মিত। এটি নির্মাতার প্রথম চলচ্চিত্র। এর আগে তিনি টেলিভিশনের জন্য অসংখ্য প্রামাণ্যচিত্র ও কয়েকটি নাটক নির্মাণ করেছিলেন। তার নির্মিত প্রামাণ্যচিত্রের বেশিরভাগই মুক্তিযুদ্ধ নিয়ে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাকিস্তানের কারাজীবন নিয়ে নির্মিত ‘বন্দীশালায় নয় মাস’ ৯০ দশকে বিটিভিতে প্রচার এবং ব্যাপক আলোচিত হয়। এদিকে রেড কার্পেটের ওপর দিয়ে হেঁটে আসা তারকাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবার রেড কার্পেটে মেটাল ডিটেক্টর বসানো হয়েছে। শুধু তাই নয়, উৎসবের মূল কেন্দ্রে পৌঁছতে হলে পেরুতে হবে বিমানবন্দরের ধাঁচে করা নিরাপত্তা বলয়। নজরদারি চলছে ড্রোনের মাধ্যমেও। কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তার এতটাই কড়াকড়ি করা হয়েছে। এই উৎসবে শুধু দেশ-বিদেশের বিভিন্ন ভাষার ছবিই নয়, দেখানো হয় ভিন্ন ধারার ছবি। সে জন্য শুধু অভিনেতা, অভিনেত্রী বা পরিচালক–প্রযোজকই নয়, চলচ্চিত্র সমালোচক এবং সাংবাদিকদের কাছেও কানের আবেদন আলাদা। গত সপ্তাহেই রেড কার্পেটে হেঁটেছেন জনপ্রিয় সব তারকা। মিশেল উইলিয়াম, জুলিয়ানা মুর, জিয়েনি বালিবার, ভিক্টোরিয়া হারবে, উইনি হারলো, আদ্রিয়ানা লিমা, রবিন রাইট, বেলা হাদিদসহ অনেক তারকা রেড কার্পেটে এসে হাজির হন। দ্বিতীয়বারের মতো কানের রেড কার্পেটে হেঁটেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোনও। দ্বিতীয় দিনেই মেয়ে আরাধ্যকে নিয়ে কান উৎসবে যোগ দিতে আসেন ঐশ্বরিয়া রাই বচ্চন। বলিউড থেকে আরও আছেন সোনম কাপুর ও মল্লিকা শেরাওয়াত। ৭০তম কান চলচ্চিত্র উৎসবের আনসার্টেন রিগার্ড বিভাগের জুরি প্যানেলের সভাপতির দায়িত্বে এবার আছেন উমা থারম্যান। ২০১১ সালে রবার্ট ডি নিরো আনসার্টেন রিগার্ডের জুরি সভাপতি থাকাকালে বিচারক প্যানেলে ছিলেন উমা। বিশ্বের বিভিন্ন প্রান্তের নানা রকম ছবি দেখার অভিজ্ঞতা আবার হচ্ছে তার। আগামী ২৭ মে আনসার্টেন রিগার্ড বিভাগের বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেবেন উমা।
×