ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পররাষ্ট্র নীতিতে মোদির সাফল্য চমকে দেয়ার মতো

প্রকাশিত: ০৬:৩৭, ২৫ মে ২০১৭

পররাষ্ট্র নীতিতে মোদির সাফল্য চমকে দেয়ার মতো

ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি সরকারের তিন বছর পূর্ণ হবে ২৬ মে। বিগত তিন বছরের সাফল্যের মাপকাঠিতে এর আগেকার প্রধানমন্ত্রী তো বটেই সাম্প্রতিককালে যে কোন ভারতীয় প্রধানমন্ত্রীর তুলনায় তার ভাবমূর্তি দেশ-বিদেশে স্বমহিমায় উজ্জ্বল। খবর টাইমন অব ইন্ডিয়ার। ভূরাজনৈতিক প্রেক্ষাপটে ভারতের গুরুত্বপূর্ণ অবস্থান তার মতো করে আর কেউ তেমন করে তুলে ধরতে সক্ষম হননি। কাউকে ছোট না করেও বলা যায়, ইন্দিরা গান্ধী ও তার ছেলে রাজিব গান্ধীর পর ভারতীয় রাজনীতিতে তার মতো জৌলুসপূর্ণ ব্যক্তিত্বের আবির্ভাব চমকে দেয়ার মতো। ভারত সফরে এসে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে মোদির একান্ত সাক্ষাত, চীনা প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে দোলনায় দোল খাওয়া এসব ঘটনায় মোদিকে বিশেষভাবে তুলে ধরা হয়েছে। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচিত হয়ে প্রথম সারির যে কজন বিশ্বনেতাকে ফোন করেছেন তার মধ্যে নরেন্দ্র মোদি অন্যতম। সবশেষে ফিলিস্তিনী প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস চারদিনব্যাপী ভারত সফরে এসে তাকে একটি সুন্দর শিল্পকর্ম উপহার দেনÑ তার কথা বিশেষভাবে উল্লেখ করা যেতে পারে। কেননা, এই শিল্পকর্মে মোদির নাম আরবীতে উৎকীর্ণ ছিল। মাহমুদ আব্বাসের ভারত সফর বিশেষ তাৎপর্য বহন করে এই কারণে যে, মোদির আসন্ন ইসরাইল সফরকালে তিনি যেন সে অঞ্চলে শান্তি স্থাপনে ভূমিকা রাখেনÑ সে ব্যাপারে অনুরোধ জানান, কেননা, ইসরাইলের সঙ্গে ভারত সামরিক ও অন্যান্য অর্থনৈতিক সম্পর্ক থাকায় সে দেশে মোদির ভূমিকা হবে তাৎপর্যবাহী। তাই ইসরাইলকে ঘিরে আরব রাষ্ট্রগুলোর মধ্যে এতদিনকার বিরাজমান দ্বন্দ্ব-সংঘাত নিরসনে মোদির হস্তক্ষেপ কামনা নিঃসন্দেহে একটি বিরল সম্মান। অথচ গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালে সেখানে সংঘটিত সাম্প্রদায়িক দাঙ্গার জন্য তাকে মুসলিমবিরোধী ‘ঘোরতর’ সাম্প্রদায়িক বলে চিহ্নিত করার চেষ্টা হয়েছে।
×