ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

৩২ বছর বয়সীকে হারালেন ৬৪ বছরের ফজলুল

প্রকাশিত: ০৬:২৫, ২৫ মে ২০১৭

৩২ বছর বয়সীকে হারালেন ৬৪ বছরের ফজলুল

স্পোর্টস রিপোর্টার ॥ প্রায় একমাস আগে ৬৪ বছর বয়সে ব্ল্যাক বেল্ট অর্জন করে বাংলাদেশের মার্শাল আট অঙ্গনে রেকর্ড গড়েছিলেন তায়কোয়ান্দো খেলোয়াড় ফজলুল করিম চৌধুরী (জাহাঙ্গীর)। তখন তিনি এই প্রতিবেদকে বলেছিলেন, আগামী মে’তে একটি তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে এবং তাতে তিনি স্বর্ণপদক জিতবেন। কথা রেখেছেন ফজলুল। গত ২২ মে জাতীয় ক্রীড়া পরিষদে অনুষ্ঠিত এই আসরে ৬০ কেজি ওজন শ্রেণীতে স্বর্ণ জিতেছেন সেন্ট্রাল তায়কোয়ান্দোর ৬৪ বছরের ‘তরুণ’ ফজলুল। তাও আবার নিজের চেয়ে অর্ধেক বয়সী প্রতিযোগী মঞ্জুরুল ইসলামকে (ইসলামবাগ তায়কোয়ান্দো একাডেমি) হারিয়ে। হ্যাঁ, ঠিকই পড়ছেন। মঞ্জুরুলের বয়স ৩২। যে বয়সে মানুষ হার্টে রিং পরে, সে বয়সে ফজলুলের এমন কৃতিত্বে রীতিমতো মুগ্ধ এবং অবাক সোলায়মান শিকদার। বাংলাদেশ আন্তর্জাতিক তায়কোয়ান্দো-দো এ্যাসোসিয়েশনের এই মহাসচিব জনকণ্ঠকে বলেন, ‘এটা একটা বিরল ঘটনা। আমার জীবনে এমন ঘটনা এই প্রথম দেখলাম। আগামীতে আর দেখব কিনা সন্দেহ। এই বয়সে ফজলুল ভাইয়ের এমন কৃতিত্ব সত্যিই প্রশংসনীয় এবং বিস্ময়কর।’ এখন দেখার বিষয়, আগামীতে এমন আরও কোন বিরল কৃতিত্ব প্রদর্শন করতে পারেন কিনা ষাটোর্ধ্ব এই ‘তরুণ’ ফজলুল।
×