ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ওয়ালটন ফেডারেশন কাপ ফুটবল

শেষ চারে ওঠার লড়াই আজ চট্টগ্রাম আবাহনী-শেখ রাসেলের

প্রকাশিত: ০৬:২৫, ২৫ মে ২০১৭

শেষ চারে ওঠার লড়াই আজ চট্টগ্রাম আবাহনী-শেখ রাসেলের

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন ফেডারেশন কাপ ফুটবলে আজ সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে যাতে মুখোমুখি হবে এ আসরের একবারের চ্যাম্পিয়ন শেখ রাসেল ক্রীড়াচক্র লিমিটেড (গ্রুপ ‘বি’র রানার্সআপ) বনাম এখনও এই আসরে শিরোপা না জেতা চট্টগ্রাম আবাহনী লিমিটেড (গ্রুপ ‘সি’র চ্যাম্পিয়ন)। ম্যাচের আগে বুধবার উভয়দলই শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নিতে অনুশীলন করে। গ্রুপের দুটি ম্যাচ জিতেই কোয়ার্টার ফাইনালে চট্টগ্রাম আবাহনী। তারা হারায় মোহামেডান ও আরামবাগকে। পক্ষান্তরে শেখ রাসেল প্রথম ম্যাচে ফরাশগঞ্জকে হারালেও দ্বিতীয় ম্যাচ টাইব্রেকারে হারে শেখ জামালের কাছে। দু’দল সর্বশেষ মুখোমুখি হয়েছিল গত প্রিমিয়ার লীগের দ্বিতীয় পর্বে। ম্যাচটি ড্র হয়েছিল গোলশূন্যভাবে। লীগের প্রথম ম্যাচে চট্টগ্রাম আবাহনী ২-১ গোলে হারিয়েছিল ব্লুজদের। গত ফেডারেশন কাপে দুই দলের সাক্ষাত হয়েছিল গ্রুপ পর্বে। সেই ম্যাচটিও ড্র হয়েছিল ১-১ গোলে। এছাড়া স্বাধীনতা কাপের সেমিফাইনালে চট্টগ্রাম আবাহনী টাইব্রেকারে হারিয়েছিল রাসেলকে। শেখ রাসেলের কোচ শফিকুল ইসলাম মানিক ও চট্টগ্রাম আবাহনীর কোচ সাইফুল বারী টিটু দুজনই জানিয়েছেন আজকের ম্যাচে জিততে চান তারা। টিটু বলেন, ‘দুই দলের মধ্যে শক্তির তুলনা করা কঠিন। মাঠেই প্রমাণ হবে কারা শ্রেয়তর দল। যারা প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে পারবে তারাই জিতবে। ’ মানিক বলেন, ‘চট্টগ্রাম আবাহনী সব ম্যাচ জিতে কোয়ার্টারে উঠেছে। তবে আমার মতেÑ দিনটি যাদের থাকবে তারাই ফল নিজেদের পক্ষে নিতে পারবে।’
×