ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ওয়ালটন ফেডারেশন কাপ ফুটবল ॥ শেখ জামাল ধানমণ্ডি ১-০ মোহামেডান

মোহামেডানকে হারিয়ে সেমিতে শেখ জামাল

প্রকাশিত: ০৬:২৪, ২৫ মে ২০১৭

মোহামেডানকে হারিয়ে সেমিতে শেখ জামাল

স্পোর্টস রিপোর্টার ॥ জৈষ্ঠ্যের ভয়াবহ দাবদাহ। যে গরমে কাঠ ফেটে যায়, তাল পেকে যায়, জ্ঞান হারানোর উপক্রম হয় ... সেখানে কমপক্ষে ৯০ মিনিট ফুটবল খেলাটাই কষ্টসাধ্য ব্যাপার। ওয়ালটন ফেডারেশন কাপের প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচে বুধবার এই কষ্টসাধ্য ব্যাপারটাই করেছে শেখ জামাল ধানম-ি ক্লাব লিমিটেড এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। যাতে ১-০ গোলে জিতে সেমিফাইনালে নাম লিখিয়েছে তিনবারের ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন শেখ জামাল। এই হারে টুর্নামেন্টের নকআউট পর্ব থেকে সবার আগে বিদায় নিল এ আসরের সর্বাধিক ১০ বারের শিরোপাধারী মোহামেডান। রেফারি আজাদ রহমানের খেলা শেষের বাঁশি বাজাতেই দেখা গেল জামালের নাইজিরিয়ান কোচ জোসেফ আফুসিকে এই গরমের মধ্যেও স্যুট-টাই পরিহিত অবস্থায় দলের সবার সঙ্গে আনন্দে মেতে উঠতে। অপরদিকে ‘ব্ল্যাক এ্যান্ড হোয়াইট’দের গ্যালারিতে তখন সমর্থকরা চরম ক্ষুব্ধ। প্রবীণ ‘আতা ভাইয়ে’র নেতৃত্বে সমানে চলছে দলের ম্যানেজারকে গালাগালি। মাঠে গিয়ে তো একদল কোচ সৈয়দ নাইমউদ্দিনকেই মারার উপক্রম করল। পুলিশ পরিস্থিতি সামাল দেয়। ম্যাচে যোগ্য দল হিসেবেই জিতেছে জামাল। পরিকল্পিত গোছাল আক্রমণ, আধিপত্য বিস্তার করে খেলে ‘বেঙ্গল ইয়োলোস’রা। ৭৬ মিনিটে এগিয়ে যায় শেখ জামাল। ডানপ্রান্ত দিয়ে রাফায়েলের বাড়িয়ে দেয়া বল দারুণ শটে মোহামেডানের জালে পাঠিয়ে দেন জামালের গাম্বিয়ান বদলি ফরোয়ার্ড সলোমন কিং (১-০)। আর এই এক গোলেই শেষ চার নিশ্চিত হয় ফেডারেশন কাপের তিনবারের চ্যাম্পিয়ন শেখ জামালের। ৩ জুন দ্বিতীয় সেমিফাইনালে তারা মুখোমুখি হবে ঢাকা আবাহনী বনাম ব্রাদার্সের মধ্যে জয়ী দলের। এ ম্যাচে সতীর্থদের মতোই সাদা-কালো জার্সি পরেই মাঠে নামেন মোহামেডানের গোলরক্ষক মামুন খান। ফলে প্রতিপক্ষ খেলোয়াড়দের গোলরক্ষককে চিনতে মাঝে মধ্যেই অসুবিধে হচ্ছিল। তাদের আপত্তিতেই একসময় জার্সি পরিবর্তন করেন মামুন। এতে হাঁফ ছাড়েন জামালের ফুটবলাররা। প্রেসবক্সে সাংবাদিকদের কাজ করতে হচ্ছে প্রচ- গরমের মধ্যে। কেননা স্টেডিয়ামের প্রেসবক্সের কাচের দেয়াল ভেঙ্গে যাওয়ার এক সপ্তাহের বেশি সময় পার হলেও জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) আশ্বাস দিয়েও নতুন কাচের দেয়াল প্রতিস্থাপন করেনি। ফলে প্রেসবক্সের এসিগুলো বন্ধ থাকায় ঘেমে নেয়ে কাজ করছেন সাংবাদিকরা। সেটি নিয়েও বাফুফে কতটা আন্তরিকভাবে এনএসসির সঙ্গে কথা বলেছে কি না, তা নিয়ে সংশয় আছে। গত ক’দিনে বেশ কজন ফুটবলার অসুস্থ হয়ে পড়ায় শেখ জামাল পড়েছিল মহাসঙ্কটে। ফলে একাদশ সাজাতে চিন্তায় ছিল তারা। দলের প্রথম একাদশের তিনজন জ্বরে আক্রান্ত (চিকনগুনিয়া)। তারপরও বুধবারের খেলায় ভাল খেলেই তারা হারায় মোহামেডানকে। অনেক বছর পর এবার ভাল দল গঠন করেছে মোহামেডান। তবে শেখ জামাল যেখানে তারুণ্যনির্ভর, সেখানে মোহামেডানের বেশিরভাগ খেলোয়াড়ই ‘বয়স্ক’। তাই কোয়ার্টার ফাইনালে পুরো ৯০ মিনিট ধরে দম নিয়ে খেলতে গেলে বেশি সমস্যায় পড়তে পারতো তারাই। তাদের প্রথমার্ধের খেলা দেখে তেমনটাই মনে হলেও দ্বিতীয়ার্ধে অবশ্য এর বিপরীতই খেলেছে তারা।
×